পাদটীকা
c ছবি সম্বন্ধে বর্ণনা: তিনটে ছবিতে দেখানো হয়েছে, কোন কোন কারণে কিছু লোকের কাছে হয়তো সুসমাচার পৌঁছাবে না: (১) একজন মহিলা এমন এক দেশে থাকেন, যেখানে অন্য ধর্মের লোকদের সংখ্যা বেশি এবং যেখানে সুসমাচার জানানো খুবই বিপদজনক, (২) একজন স্বামী-স্ত্রী এমন এক দেশে থাকেন, যেখানে সরকার প্রচার কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং যেখানে প্রচার করা খুবই বিপদজনক আর (৩) একজন ব্যক্তি এমন একটা জায়গায় থাকেন, যেখানে যাওয়া খুবই কঠিন।