পাদটীকা
a এই ক্ষেত্রটা আলাদা ছিল। বর্তমানে, যিহোবা এমনটা বলেন না যে, বিবাহিত দম্পতিদের মধ্যে একজন যদি ব্যভিচার করেন, তা হলে নির্দোষ সাথিকে তার সঙ্গে থাকতেই হবে। যিহোবা তাঁর পুত্রের মাধ্যমে প্রেমের সঙ্গে এই নির্দেশনা দিয়েছিলেন যে, একজন নির্দোষ সাথি যদি চান, তা হলে তিনি সেই সাথির সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে পারেন, যিনি ব্যভিচার করেছেন।—মথি ৫:৩২; ১৯:৯.