পাদটীকা
a সুসমাচারের বইগুলোতে এবং বাইবেলের অন্যান্য বইতে বলা হয়েছে যে, পুনরুত্থিত হওয়ার পর যিশু কাদের সঙ্গে দেখা করেছিলেন। যিশু যাদের সঙ্গে দেখা করেছিলেন, তারা হল: মগ্দলীনী মরিয়ম (যোহন ২০:১১-১৮); অন্যান্য মহিলা (মথি ২৮:৮-১০; লূক ২৪:৮-১১); দু-জন শিষ্য (লূক ২৪:১৩-১৫); পিতর (লূক ২৪:৩৪); প্রেরিতেরা, যখন থোমা সেখানে ছিলেন না (যোহন ২০:১৯-২৪); প্রেরিতেরা, যখন থোমা সেখানে ছিলেন (যোহন ২০:২৬); সাত জন শিষ্য (যোহন ২১:১, ২); ৫০০ জনেরও বেশি শিষ্য (মথি ২৮:১৬; ১ করি. ১৫:৬); যিশুর ভাই যাকোব (১ করি. ১৫: ৭); সমস্ত প্রেরিত (প্রেরিত ১:৪); এবং বৈথনিয়ার কাছে প্রেরিতেরা। (লূক ২৪:৫০-৫২) হতে পারে, যিশু আরও অনেককে দেখা দিয়েছিলেন, যেগুলোর বিষয়ে বাইবেলে লেখা নেই।—যোহন ২১:২৫.