পাদটীকা
a যে-ইজরায়েলীয়েরা লোহিত সাগরে যিহোবার আশ্চর্য কাজ দেখেছিল, তাদের মধ্যে বেশিরভাগ লোক প্রতিজ্ঞাত দেশে যেতে পারেনি। (গণনা. ১৪:২২, ২৩) যিহোবা বলেছিলেন, যাদের বয়স কুড়ি বছর কিংবা তার চেয়েও বেশি এবং যাদের নাম লেখা রয়েছে, তারা সবাই প্রান্তরে মারা যাবে। (গণনা. ১৪:২৯) কিন্তু, কুড়ি বছরের কমবয়সি লোকেরা যিহোশূয়, কালেব এবং লেবীয় বংশের লোকের সঙ্গে মিলে জর্ডন নদী পার করেছিল এবং প্রতিজ্ঞাত অর্থাৎ কনান দেশে গিয়েছিল।—দ্বিতীয়. ১:২৪-৪০.