পাদটীকা
c এটার মানে কী? এখানে “গালিগালাজ” এর মানে শুধুমাত্র কাউকে ছোটো করার জন্য তাকে নোংরা ভাষা ব্যবহার করে ডাকাই নয়, কিন্তু সেইসঙ্গে কাউকে অপমান করা, সবসময় তার নামে খারাপ কথা বলা অথবা ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত দেওয়া কিংবা তাকে বদনাম করাও অন্তর্ভুক্ত।