পাদটীকা
a ইফিষীয় ১:১০ পদে প্রেরিত পৌল ‘স্বর্গের সমস্ত কিছু’ একত্রিত করার যে-বিষয়টা বলেছিলেন এবং মথি ২৪:৩১ ও মার্ক ১৩:২৭ পদে যিশু খ্রিস্ট “মনোনীত ব্যক্তিদের” একত্রিত করার যে-কথা বলেছিলেন, সেই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পৌল সেই সময়ের কথা বলছিলেন, যখন যিহোবা পবিত্র শক্তির মাধ্যমে কিছু ব্যক্তিকে অভিষেক করে যিশুর সঙ্গে রাজত্ব করার জন্য বাছাই করেন। আর যিশু সেই সময়ের কথা বলছিলেন, যখন পৃথিবীতে অবশিষ্ট অভিষিক্ত খ্রিস্টানদের মহাক্লেশের সময়ে স্বর্গে একত্রিত করা হবে।