পাদটীকা
a খ্রিস্টের মুক্তির মূল্য জোগানোর আগেও যিহোবা তাঁর বিশ্বস্ত সেবকদের পাপ ক্ষমা করেছিলেন। কারণ তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন, তাঁর পুত্র অবশ্যই শেষ পর্যন্ত তাঁর প্রতি বিশ্বস্ত থাকবেন। এটা এমন যেন যিহোবার দৃষ্টিতে আগেই মুক্তির মূল্য জোগানো হয়েছে।—রোমীয় ৩:২৫.