পাদটীকা
a যদিও আমরা একে অপরকে ক্ষমা করি, তবে গীতসংহিতা ১৩০:৪ পদে যে-ইব্রীয় শব্দকে “প্রকৃতরূপে ক্ষমা” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা এর চেয়ে একেবারে আলাদা। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে, একমাত্র যিহোবাই আমাদের পাপ পুরোপুরিভাবে ক্ষমা করতে পারেন। তবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনেক বাইবেল অনুবাদে উপেক্ষা করা হয়েছে। কিন্তু, পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ-এ এই ইব্রীয় শব্দের সঠিক অর্থ মাথায় রেখে অনুবাদ করা হয়েছে।