পাদটীকা
d ২০২৪ সালের পরিচালকগোষ্ঠীর আপডেট #২-এ যেমনটা বলা হয়েছে, মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তি যদি মণ্ডলীর সভাতে আসেন, তা হলে একজন প্রকাশক তার বাইবেল প্রশিক্ষিত বিবেক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে পারেন যে, তিনি সেই ব্যক্তিকে সাধারণভাবে অভ্যর্থনা ও স্বাগত জানাবেন কি না।