পাদটীকা
c প্রার্থনায় হান্না যা-কিছু বলেছিলেন, সেগুলোর মধ্যে অনেক কিছুই মোশির লেখা বইয়ে পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে, হান্না শাস্ত্র নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য সময় বের করে নিতেন। (দ্বিতীয়. ৪:৩৫; ৮:১৮; ৩২:৪, ৩৯; ১ শমূ. ২:২, ৬, ৭) পরবর্তী সময়ে, যিশুর মা মরিয়ম যিহোবার প্রশংসা করতে গিয়ে যে-শব্দগুলো ব্যবহার করেছিলেন, সেগুলো হান্নার প্রার্থনার সঙ্গে অনেকটা মিলে যায়।—লূক ১:৪৬-৫৫.