পাদটীকা d উদাহরণ স্বরূপ, যোনা ২:৩-৯ পদের সঙ্গে গীতসংহিতা ৬৯:১; ১৬:১০; ৩০:৩; ১৪২:২, ৩; ১৪৩:৪, ৫; ১৮:৬ ও ৩:৮ পদ তুলনা করুন। এখানে গীতসংহিতার পদগুলো একটা বিশেষ ধারায় লেখা হয়েছে আর আমরা সেই একই ধারা যোনার প্রার্থনাতেও দেখতে পাই।