পাদটীকা
a কিং জেমস্ ভারশন বাইবেলে এই শব্দ দুটো প্রকাশিত বাক্য ১:১১ পদে চতুর্থ বারের জন্য পাওয়া যায়। তা সত্ত্বেও, বর্তমান দিনের বেশিরভাগ অনুবাদে এই শব্দ দুটো বাদ দেওয়া হয়েছে কারণ সবচেয়ে প্রাচীন কালের বেশিরভাগ গ্রিক পাণ্ডুলিপিতে এটা পাওয়া যায় না। তাই এক্ষেত্রে বোঝা যায় যে, পরবর্তীকালের কপিগুলোতে এই শব্দ দুটো যোগ করা হয়েছিল।