পাদটীকা
a ধূমপান বলতে এখানে সিগারেট, চুরুট, পাইপ অথবা হুঁকোর সাহায্যে তামাকের ধোঁয়া সেবন করাকে বোঝায়। কিন্তু, এখানে যে-নীতিগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো একইভাবে তামাক চিবোনো বা খৈনি খাওয়া, পান ও সুপারি খাওয়া, নস্যি টানা, নিকোটিনযুক্ত ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করা এবং এই ধরনের অন্যান্য জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য।