প্রচারমাধ্যমের ভূমিকা
“স্ক্রিপস্ খবরের কাগজের প্রতিষ্ঠাতা, এডোয়ার্ড উইলিস স্ক্রিপস্ একবার বলেছিলেন যে, আমেরিকায় প্রচারমাধ্যমের ভূমিকা হল, দুর্দশাগ্রস্তদের সান্ত্বনা দেওয়া এবং আত্মতৃপ্ত ব্যক্তিদের দুর্দশাগ্রস্ত করে তোলা,” হোয়াইট হাউস প্রচারমাধ্যম বিভাগের প্রাক্তন সচিব মাইক ম্যাক্কারি বলেছিলেন। তিনি আরও বলেছিলেন: “যে-লোকেদের আপনি অজ্ঞানতায় থাকতে দেন, তাদের আপনি সান্ত্বনা দিতে বা দুর্দশাগ্রস্ত করতে পারেন না।”
“[ম্যাক্কারি] বলেছিলেন যে, বিশ্বের চারিদিকে কী হচ্ছে সেই সম্বন্ধে আমাদের বোঝার প্রক্রিয়ায় কিছু ঘাটতি রয়েছে কারণ আমাদের [যুক্তরাষ্ট্রের] প্রচারমাধ্যম আমাদের আশেপাশের দেশগুলোর সম্বন্ধে খবর জানায় না।” দুঃখজনক বিষয়টি হল যে, যুক্তরাষ্ট্রের প্রচারমাধ্যম মনে করে “আমেরিকার নাগরিকরা বিশ্বের অন্যান্য জায়গার খবর জানতে চায় না।”—গ্রাফিক আর্টস্ মান্থলি।
সারা পৃথিবীতে সচেতন থাক! এর লেখকেরা রয়েছে এবং এটির লক্ষ্য হল পাঠকদের চলতি ঘটনা আর সেইসঙ্গে বৈজ্ঞানিক ও সামাজিক বিষয়গুলো সম্বন্ধে তথ্য জানানো। এটি একজন প্রেমময় সৃষ্টিকর্তার ওপর আস্থা গড়ে তোলে। ৮৭টি ভাষার মধ্যে ৬১টি ভাষায় পাক্ষিক একসঙ্গে প্রকাশিত হয়ে এটির প্রতিটা সংখ্যা ২,১০,০০,০০০রও বেশি কপি বিতরণ করা হয়! সচেতন থাক! পড়ে সচেতন থাকুন। (g০২ ১১/০৮)
[১১ পৃষ্ঠার চিত্র]
যখন সব ধরনের দাসত্ব শেষ হবে!
[১১ পৃষ্ঠার চিত্র]
বিজ্ঞান ও ধর্মকে কি সম্মিলিত করা যেতে পারে?
[১১ পৃষ্ঠার চিত্র]
জুয়াখেলা—এটা কি নিছক মজার ব্যাপার?
[১১ পৃষ্ঠার চিত্র]
নির্যাতিত নারীদের জন্য সাহায্য
[১১ পৃষ্ঠার চিত্র]
বিশ্বশান্তি কি কেবলই এক স্বপ্ন?