গান ৩
“ঈশ্বর প্রেম”
১. ঈ-শ্বর প্রেম, আর মো-দের ব-লেন,
‘মোর প্রে-মের প-থে এ-সো।’
কর-লে প্রেম যাঃ ও পড়-শি-কে,
স-দয় হয় সব কাজ য-ত।
সে-থায় মো-দের আ-সল জী-বন;
আ-ছি মো-রা তার খোঁ-জে।
খ্রিস্-ট-রূপ প্রেম হয় না ব্যর্-থ।
দেখ-বে তা মো-দের কা-জে।
২. স-ত্যের প্রেম শে-খায় কাজ কর-তে;
ঈ-শ-প্রেম যে প্রেম কর-তে।
ব্যর্-থ-তায় যাঃ মো-দের স-হায়;
স-ফল হই তাঁর শক্-তি-তে।
প্রেম শুদ্-ধ, ক-রে না ঈর্-ষা;
সব-ই মা-নে, হয় স-দয়।
ভ্রা-তৃ-প্রে-মে হ-য়ে বৃদ্-ধি,
পা-ব প্রে-মের প-রি-চয়।
৩. ক্ষোভ যে-ন না দেয় চা-ল-না;
বশ না ক-রে ক-খ-নোই।
রে-খো ঈ-শ্ব-রে ভ-র-সা;
যাঃ শে-খা-বেন আ-জ্ঞা এই:
ঈ-শ্বর ও পড়-শির প্র-তি প্রেম,
এই প্রেম-ই যে স-ত্য প্রেম।
দে-খাই যে-ন অ-ন্যের প্র-তি
ঈ-শ-রূপ সেই কো-মল প্রেম।
(আরও দেখুন, মার্ক ১২:৩০, ৩১; ১ করি. ১২:৩১–১৩:৮; ১ যোহন ৩:২৩.)