গান ৬৬
সুসমাচার ঘোষণা করে যাও
১. যি-হো-বার রা-জ্য হ-ল স্ব-র্গে স্থা-পি-ত,
যা ছি-ল অ-নেক দিন প-বি-ত্র র-হ-স্য।
যি-হো-বা ক-ত প্রেম আর দ-য়া দে-খা-লেন,
মা-নুষ-কে মু-ক্ত ক-রে তাঁর হাত বা-ড়া-লেন।
উ-দ্দে-শ্য ছি-ল পু-ত্র পা-বেন সিং-হা-সন,
স-ঠিক স-ময় এ-লে তাঁর
রা-জ্য কর-বে শা-সন।
আর অ-ভি-ষি-ক্ত স-হ-শা-সক তাঁর পা-শে
এই পৃ-থি-বী-কে কর-বে শা-সন এক-সা-থে।
২. সব জা-তির লো-কের ভা-ষা-তে ক-রি প্র-চার।
নেই আর স-ময় বু-ঝি এ-খন ন-ষ্ট কর-বার।
ওই দে-খো উড়-ছে স্ব-র্গ-দূত মাঝ আ-কা-শে!
এই কা-জে তা-রাও আ-ছে আ-মা-দের পা-শে।
য-খন জা-নাই এই বা-র্তা ম-নে খু-শি হই,
সেই আ-ন-ন্দে হৃ-দয়
জু-ড়ে যে আ-ন-ন্দ রয়।
দিই ধ-ন্য-বাদ যি-হো-বা কর-লে তু-মি সব।
তাই সা-রা-জী-বন দে-ব তো-মা-কেই গৌ-রব।
(আরও দেখুন মার্ক ৪:১১; প্রেরিত ৫:৩১; ১ করি. ২:১, ৭.)