গান ১২৬
জেগে থাকো, বিশ্বাসে দৃঢ় থাকো আর বলবান হও
১. জে-গে থা-কো হও সা-হ-সী,
ব-ল-বান হও বি-শ্বা-সে।
খ্রি-স্টের জয় হ-বে নি-শ্চিত, তাই
যাও এ-গি-য়ে আ-শ্বা-সে।
মে-নে চ-লো যি-শুর সব আ-দেশ,
ত-বেই পা-বে যে আ-শিস অ-শেষ।
(কোরাস)
হও তাই ব-ল-বান আর সা-হ-সী,
জে-গে থা-কো বি-শ্বা-সে।
২. জে-গে থাক-তে চাই-লে তু-মি
শো-নো ক-থা প্র-থ-মে।
যি-শু দেন আজ নি-র্দে-শ-না
তাঁর-ই দা-সের মা-ধ্য-মে।
থা-কো প্রা-চীন-দের ক-থার বা-ধ্য,
যা-রা য-ত্ন নেন যথা-সাধ্য।
(কোরাস)
হও তাই ব-ল-বান আর সা-হ-সী,
জে-গে থা-কো বি-শ্বা-সে।
৩. জে-গে থা-কো স-ক-লে আর
চল-তে থা-কো এ-ক-তায়।
পে-য়ে না ভয় শ-ত্রু-কে আজ
ক-রে যাও প্র-চার স-বাই।
দে-খ যাঃ-য়ের দিন যে এ-ল প্রায়।
এ-সো গাই তাঁর গৌ-রব জোর গ-লায়।
(কোরাস)
হও তাই ব-ল-বান আর সা-হ-সী,
জে-গে থা-কো বি-শ্বা-সে।
(আরও দেখুন মথি ২৪:১৩; ইব্রীয় ১৩:৭, ১৭; ১ পিতর ৫:৮.)