- 
	                        
            
            আমরা “আশ্চর্য্যরূপে নির্ম্মিত”২০০৭ প্রহরীদুর্গ | জুন ১৫
- 
                            - 
                                        আমাদের অদ্বিতীয় মন ১২. কোন বিষয়টা বিশেষভাবে মানুষকে পশুপাখি থেকে পৃথক করে? ১২ “হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সঙ্কল্প সকল কেমন মূল্যবান। তাহার সমষ্টি কেমন অধিক! গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহুসংখ্যক হয়।” (গীতসংহিতা ১৩৯:১৭, ১৮ক) পশুপাখিও অপূর্বরূপে নির্মিত এবং কোনো কোনো পশুপাখির এমন অনুভূতি ও ক্ষমতা রয়েছে, যা মানুষেরও নেই। কিন্তু, ঈশ্বর মানুষকে মানসিক ক্ষমতা দিয়েছেন, যা যেকোনো পশু বা পাখির থেকে শ্রেষ্ঠ। “আমরা মানুষরা অনেক দিক দিয়ে যতই অন্যান্য প্রজাতির মতো হই না কেন, ভাষা ও চিন্তা করার ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে আমরা পৃথিবীর জীবিত বস্তুগুলোর মধ্যে অদ্বিতীয়,” বিজ্ঞানের একটি পাঠ্যপুস্তক বলে। “নিজেদের সম্বন্ধে আমাদের গভীর কৌতূহলের ক্ষেত্রেও আমরা অদ্বিতীয়: কীভাবে আমাদের দেহ নির্মিত হয়েছে? কীভাবে আমরা গঠিত হয়েছি?” এই প্রশ্নগুলো নিয়ে দায়ূদও চিন্তা করেছিলেন। ১৩. (ক) কীভাবে দায়ূদ ঈশ্বরের চিন্তাভাবনা নিয়ে ধ্যান করতে পেরেছিলেন? (খ) কীভাবে আমরা দায়ূদের উদাহরণ অনুসরণ করতে পারি? ১৩ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল যে, পশুপাখির বৈসাদৃশ্যে আমাদের ঈশ্বরের সংকল্প বা চিন্তাভাবনা সম্বন্ধে মনোযোগের সঙ্গে বিবেচনা করার অদ্বিতীয় ক্ষমতা রয়েছে।c এই বিশেষ উপহারটা হল বিভিন্ন উপায়ের মধ্যে একটা, যে-উপায়ে আমরা ‘ঈশ্বরের প্রতিমূর্ত্তিতে’ সৃষ্ট হয়েছি। (আদিপুস্তক ১:২৭) দায়ূদ এই উপহারের সদ্ব্যবহার করেছিলেন। তিনি ঈশ্বরের অস্তিত্ব এবং তার চারপাশের পৃথিবীতে প্রতিফলিত ঈশ্বরের উত্তম গুণাবলির প্রমাণ নিয়ে ধ্যান করেছিলেন। এ ছাড়া, দায়ূদের কাছে পবিত্র শাস্ত্রের প্রথম দিকের বইগুলো ছিল, যেগুলোর মধ্যে ঈশ্বর তাঁর নিজের ও তাঁর কাজগুলো সম্বন্ধে প্রকাশ করেছেন। এই অনুপ্রাণিত লেখাগুলো দায়ূদকে ঈশ্বরের চিন্তাভাবনা, ব্যক্তিত্ব এবং উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে সাহায্য করেছিল। শাস্ত্র, সৃষ্টি এবং তার সঙ্গে ঈশ্বরের আচরণ নিয়ে ধ্যান করা দায়ূদকে তার নির্মাতার প্রশংসা করতে অনুপ্রাণিত করেছিল। 
 
- 
                                        
- 
	                        
            
            আমরা “আশ্চর্য্যরূপে নির্ম্মিত”২০০৭ প্রহরীদুর্গ | জুন ১৫
- 
                            - 
                                        c গীতসংহিতা ১৩৯:১৮খ পদে বলা দায়ূদের কথাগুলোর অর্থ আপাতদৃষ্টিতে এইরকম মনে হয় যে, রাতে ঘুমানোর আগে পর্যন্ত সারাদিন তিনি যদি যিহোবার চিন্তাভাবনা গণনা করতে ব্যয় করেন, তারপরেও সকালে ঘুম থেকে উঠে গণনা করার মতো তার আরও অনেক বিষয় থাকবে। 
 
-