ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহোবা আমাদেরকে দিন গণনা করতে শিক্ষা দেন
    ২০০১ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
    • ১৭. মানুষের গড় আয়ু কত আর আমাদের বছর কীসে পরিপূর্ণ?

      ১৭ অসিদ্ধ মানুষের আয়ু সম্বন্ধে গীতরচক বলেছিলেন: “আমাদের আয়ুর পরিমাণ সত্তর বৎসর; বলযুক্ত হইলে আশী বৎসর হইতে পারে; তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখমাত্র, কেননা তাহা বেগে পলায়ন করে, এবং আমরা উড়িয়া যাই।” (গীতসংহিতা ৯০:১০) সাধারণত মানুষের গড় আয়ু ৭০ বছর আর ৮৫ বছর বয়সে কালেব তার অসাধারণ শক্তির বিষয়ে বলেছিলেন। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে যেমন হারোণ (১২৩), মোশি (১২০) এবং যিহোশূয় (১১০) বছর বেঁচে ছিলেন। (গণনাপুস্তক ৩৩:৩৯; দ্বিতীয় বিবরণ ৩৪:৭; যিহোশূয়ের পুস্তক ১৪:৬, ১০, ১১; ২৪:২৯) কিন্তু যে অবিশ্বাসী বংশ মিশর থেকে বেরিয়ে এসেছিল, তাদের মধ্যে ২০ বছর ও তার চেয়ে বেশি বয়স্ক সমস্ত লোক প্রান্তরে ৪০ বছরের মধ্যেই মারা গিয়েছিল। (গণনাপুস্তক ১৪:২৯-৩৪) আজকে অনেক দেশে মানুষের আয়ু সাধারণত গীতরচক যে বয়সের কথা বলেছেন এর মতোই। আমাদের বছরগুলো ‘ক্লেশ ও দুঃখে’ পরিপূর্ণ। তা খুব দ্রুত কেটে যায় “এবং আমরা উড়িয়া যাই।”—ইয়োব ১৪:১, ২.

  • যিহোবা আমাদেরকে দিন গণনা করতে শিক্ষা দেন
    ২০০১ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
    • ১৯ গীতরচকের কথাগুলো হল একটা প্রার্থনা, যেখানে যিহোবার কাছে অনুরোধ করা হয়েছে যাতে তিনি তাঁর লোকেদেরকে শিক্ষা দেন যে, কীভাবে তারা তাদের বাকি দিনগুলো ঈশ্বরের অনুমোদিত পথে মূল্যায়ন ও ব্যবহার করতে গিয়ে প্রজ্ঞাকে কাজে লাগাতে পারেন। ৭০ বছরের জীবনে প্রায় ২৫,৫০০ দিন বেঁচে থাকার আশা রয়েছে। কিন্তু, আমাদের বয়স যতই হোক না কেন, ‘আমরা ত কল্যকার তত্ত্ব জানি না; আমাদের জীবন কি প্রকার? আমরা ত বাষ্পস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়।’ (যাকোব ৪:১৩-১৫) যেহেতু ‘আমাদের সকলের প্রতি কাল ও দৈব ঘটে,’ তাই আমরা বলতে পারি না যে, কতদিন আমরা বেঁচে থাকব। তাই আসুন আমরা পরীক্ষাগুলো মোকাবিলা করার, অন্যদের সঙ্গে ভাল ব্যবহার করার এবং এখন অর্থাৎ বর্তমানে যিহোবার সেবায় যথাসাধ্য চেষ্টা করার জন্য প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করি। (উপদেশক ৯:১১; যাকোব ১:৫-৮) যিহোবা আমাদেরকে তাঁর বাক্য, তাঁর আত্মা ও তাঁর সংগঠনের মাধ্যমে নির্দেশনা দেন। (মথি ২৪:৪৫-৪৭; ১ করিন্থীয় ২:১০; ২ তীমথিয় ৩:১৬, ১৭) প্রজ্ঞা কাজে লাগালে তা আমাদেরকে ‘প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করিতে’ এবং যিহোবার গৌরব আনে ও তাঁর হৃদয়কে আনন্দিত করে এমনভাবে আমাদের দিনকে কাজে লাগাতে পরিচালিত করবে। (মথি ৬:২৫-৩৩; হিতোপদেশ ২৭:১১) সমস্ত মনপ্রাণ দিয়ে তাঁকে উপাসনা করলে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে না ঠিকই কিন্তু তা নিশ্চয়ই প্রচুর আনন্দ নিয়ে আসবে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার