ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়”
    ২০০১ প্রহরীদুর্গ | মার্চ ১৫
    • “সে . . . উচ্চৈস্বরে কহে”

      হিতোপদেশ ৮ অধ্যায় এই প্রশ্ন দিয়ে শুরু হয়: “প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈস্বর করে না?”a হ্যাঁ, প্রজ্ঞা এবং বুদ্ধি গলা ছেড়ে ডাকে তবে তারা দুশ্চরিত্রা মহিলার মতো নয়, যে অন্ধকার জায়গায় ওত পেতে থাকে এবং একাকী ও অনভিজ্ঞ যুবকদের কানে কানে মন ভোলানো কথা বলে। (হিতোপদেশ ৭:১২) “সে পথের পার্শ্বস্থ উচ্চস্থানের চূড়ায়, মার্গ সকলের সংযোগস্থানে দাঁড়ায়; সে পুরদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থাকিয়া উচ্চৈস্বরে কহে।” (হিতোপদেশ ৮:১-৩) প্রজ্ঞার দৃঢ় এবং সাহসী স্বর জোরে ও স্পষ্টভাবে দরজায় দরজায়, রাস্তার সংযোগস্থলগুলোতে এবং শহরের প্রবেশপথে শোনা যায়। লোকেরা সহজেই সেই স্বর শুনতে ও সাড়া দিতে পারে।

      কে অস্বীকার করতে পারে যে, ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য বাইবেলে ঈশ্বরীয় প্রজ্ঞা আছে, যা কিনা চাইলেই পৃথিবীর প্রায় সব লোকই পেতে পারে? দ্যা ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া বলে, “ইতিহাস দেখায় যে বাইবেলই সবচেয়ে বেশি পড়া হয়েছে।” এটা আরও বলে: “অন্য যে কোন বইয়ের চেয়ে বাইবেলই সবচেয়ে বেশি বিতরণ করা হয়েছে। এছাড়াও, অন্য যে কোন বই থেকে বাইবেলই সবচেয়ে বেশি বার ও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে।” পুরো বাইবেল অথবা এর কিছু অংশ ২,১০০টারও বেশি ভাষায় এবং আঞ্চলিক ভাষায় পাওয়া যায়। এছাড়াও, প্রায় ৯০ শতাংশ লোক কিছুটা অংশ হলেও তাদের নিজেদের ভাষায় বাইবেল পড়তে পারেন।

      যিহোবার সাক্ষিরা সব জায়গার লোকেদের কাছে বাইবেলের বার্তা ঘোষণা করেন। দ্বীপ এবং দেশ মিলিয়ে ২৩৫টা জায়গায় তারা জোরকদমে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করছেন এবং ঈশ্বরের বাক্য থেকে তারা যে সত্য পেয়েছেন, তা লোকেদেরকে শেখাচ্ছেন। তাদের বাইবেল ভিত্তিক পত্রিকা প্রহরীদুর্গ ১৪০টা ভাষায় এবং সচেতন থাক! পত্রিকা ৮৩টা ভাষায় ছাপা হয় আর প্রতিটা পত্রিকা প্রায় ২ কোটিরও বেশি কপি বিতরণ করা হয়। কোন সন্দেহ নেই যে, প্রজ্ঞা রাস্তায় রাস্তায় গলা ছেড়ে ডাকে!

  • “ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়”
    ২০০১ প্রহরীদুর্গ | মার্চ ১৫
    • a “প্রজ্ঞা” এর জন্য যে ইব্রীয় শব্দ ব্যবহার করা হয়েছে, তা স্ত্রীলিঙ্গে রয়েছে। তাই, কোন কোন অনুবাদে প্রজ্ঞা সম্পর্কে বলার সময় স্ত্রীলিঙ্গের সর্বনাম ব্যবহার করা হয়েছে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার