ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • আপনার ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে ‘ঈশ্বরের অনুকারী হোন’
    যিহোবার নিকটবর্তী হোন
    • ১০. (ক) ঈশ্বর বাবামাদের কোন কর্তৃত্ব দিয়েছেন? (খ) ‘শাসন’ শব্দের মানে কী এবং এটা কীভাবে করা উচিত? (এ ছাড়া, পাদটীকাও দেখুন।)

      ১০ বাবামাদেরও কর্তৃত্ব রয়েছে, যা ঈশ্বর তাদের দিয়েছেন।। বাইবেল পরামর্শ দেয়: “পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।” (ইফিষীয় ৬:৪) বাইবেলে, ‘শাসন’ শব্দটার মানে হতে পারে, “লালনপালন করা, প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়া।” সন্তানদের শাসন দরকার; তারা সুস্পষ্ট নির্দেশনা, সীমারেখা ও গণ্ডির মধ্যে থেকে উন্নতি করে। বাইবেল এইরকম শাসন বা শিক্ষাকে প্রেমের সঙ্গে সংযুক্ত করে। (হিতোপদেশ ১৩:২৪) অতএব, “শাসন-দণ্ড” কখনোই মানসিক ও শারীরিকভাবে ক্ষতিকর হওয়া উচিত নয়।a (হিতোপদেশ ২২:১৫; ২৯:১৫) ভালবাসাহীন অনমনীয় বা কঠোর শাসন হল, পিতামাতার কর্তৃত্বের অপব্যবহার এবং তা সন্তানের মনকে ভেঙে দিতে পারে। (কলসীয় ৩:২১) অন্যদিকে, সঠিকভাবে করা ভারসাম্যপূর্ণ শাসন সন্তানদের মধ্যে এই অনুভূতি জাগিয়ে তোলে যে, বাবামা তাদের ভালবাসে এবং তারা কী ধরনের ব্যক্তি হিসেবে বেড়ে উঠছে, সেই সম্বন্ধে তারা আগ্রহী।

  • আপনার ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে ‘ঈশ্বরের অনুকারী হোন’
    যিহোবার নিকটবর্তী হোন
    • a বাইবেলের সময়ে, ‘দণ্ডের’ জন্য ব্যবহৃত ইব্রীয় শব্দের মানে ছিল লাঠি বা ছড়ি, যা একজন মেষপালক তার মেষদের সঠিক পথে চালানোর জন্য ব্যবহার করতেন। (গীতসংহিতা ২৩:৪) একইভাবে, বাবামার কর্তৃত্বের ‘দণ্ড’ কঠোর বা পাশবিক শাস্তিকে নয় বরং প্রেমময় পরিচালনাকে নির্দেশ করে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার