-
অন্যেরা কি আপনার পরামর্শ শোনেন?১৯৯৯ প্রহরীদুর্গ | জানুয়ারি ১৫
-
-
পরামর্শ দেওয়ার সময় সঠিক কথা বাছাই করা গুরুত্বপূর্ণ। জ্ঞানী ব্যক্তি শলোমন বলেছিলেন: “উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য।” (হিতোপদেশ ২৫:১১) তার মনে হয়তো সুনিপুণ কারুকার্য খচিত একটা রুপোর পাত্রে নিখুঁতভাবে তৈরি করা সোনার আপেলের কথাটা ছিল। তা দেখতে যেমন সুন্দর লাগে, সেইসঙ্গে এইরকম একটা উপহার পেলে আপনি কতখানি আনন্দই না পাবেন! একইভাবে, আপনি যাকে সাহায্য করার চেষ্টা করছেন সেই ব্যক্তির কাছে ভেবে চিন্তে বলা কথা ও অনুগ্রহযুক্ত বাক্য খুবই মনোপুত হতে পারে।—উপদেশক ১২:৯, ১০.
-
-
অন্যেরা কি আপনার পরামর্শ শোনেন?১৯৯৯ প্রহরীদুর্গ | জানুয়ারি ১৫
-
-
শলোমন যেভাবে বলেছিলেন, পরামর্শের কথা ‘উপযুক্ত সময়ে কথিত বাক্যের’ মতো হওয়া উচিত। পরামর্শ সার্থক করে তুলতে হলে সময়ের বিষয়টা ভাবা খুবই গুরুত্বপূর্ণ! এটা স্পষ্ট যে একজন ব্যক্তির যদি রুচিই না থাকে তাহলে তার খাবারের ইচ্ছাও থাকবে না। সম্ভবত তিনি এইমাত্র পেট ভরে খেয়েছেন অথবা তিনি হয়তো অসুস্থ থাকতে পারেন। যিনি খেতে চান না এমন কাউকে জোর করে খাওয়ালে তা বুদ্ধির কাজ হবে না বা এটা ঠিকও নয়।
-