-
কেন এত হতাশা?১৯৯২ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
কঠোর রাজনৈতিক বাস্তবতা, হিংসাত্বক ঘটনা, আর্থিক দুরবস্থা, সব কিছুই বিভিন্ন মাত্রায় হতাশা জাগিয়ে তুলতে পারে। এমনকি বুদ্ধিজীবী ব্যক্তিরাও স্বচ্ছল জীবনধারা বজায় রাখতে গিয়ে এবং ক্রমবর্ধমান আর্থিক সমস্যার সাথে মোকাবিলা করতে গিয়ে এর থেকে রেহাই পায়না। এর ফল? “উপদ্রব জ্ঞানবানকে ক্ষিপ্ত করে,” পূরাকালের রাজা শলোমন বলেছিলেন!a (উপদেশক ৭:৭) বাস্তবিকই, হতাশা আরও অধিক সংখ্যক ব্যক্তিকে সর্বাধিক চরম পথাবলম্বন করতে পরিচালিত করছে—আত্মহত্যা।
-
-
কেন এত হতাশা?১৯৯২ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
a হ্যারিস্, আর্চার, এবং ওয়াল্টকি কর্ত্তৃক সম্পাদিত থিওলজিকাল ওয়ার্ডবুক অফ দ্যা ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী, যে শব্দ “উপদ্রব” হিসাবে অনুবাদ করা হয়েছে আদি ভাষায় তার সঙ্গে “অপেক্ষাকৃত নিচুস্তরের লোকেদের ভারাক্রান্ত, পদদলিত, ও নিষ্পেষিত হওয়ার” সংযোগ আছে।
-