-
মিথ্যা শিক্ষকদের বিরুদ্ধে যিহোবার বিচার১৯৯৪ প্রহরীদুর্গ | মার্চ ১
-
-
১৭. (ক) যিরমিয়ের অনুসারে, মন্দ যিরূশালেমের প্রতি কী বিচার আসতে চলেছিল? (খ) শীঘ্রই খ্রীষ্টজগতের প্রতি কী ঘটবে?
১৭ মহান যাজক, যিহোবার কাছ থেকে খ্রীষ্টজগতের মিথ্যা শিক্ষকেরা কী বিচার পাবে? পদ ১৯, ২০, ৩৯ এবং ৪০ উত্তর দেয়: “দেখ, সদাপ্রভুর ঝটিকা, তাঁহার প্রচণ্ড ক্রোধ, হাঁ, ঘূর্ণ্যমান ঝটিকা নির্গত হইতেছে; তাহা দুষ্টদের মস্তকে লাগিবে। যে পর্য্যন্ত সদাপ্রভু আপন মনের অভিপ্রায় সফল ও সিদ্ধ না করেন, সে পর্য্যন্ত তাঁহার ক্রোধ ফিরিবে না; . . . আমি তোমাদিগকে একেবারে তুলিয়া লইব, এবং তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে নগর দিয়াছি, তাহা শুদ্ধ তোমাদিগকে আমার নিকট হইতে দূর করিয়া দিব। আর আমি এমন নিত্যস্থায়ী দুর্নাম ও নিত্যস্থায়ী অপমান তোমাদের উপরে রাখিব, যাহা লোকে ভুলিয়া যাইবে না।” মন্দ যিরূশালেম ও তার মন্দিরের প্রতি সে সকল ঘটেছিল, এখন অনুরূপ এক দুর্দশা মন্দ খ্রীষ্টজগতের প্রতি শীঘ্রই ঘটবে।
-
-
মিথ্যা শিক্ষকদের বিরুদ্ধে যিহোবার বিচার১৯৯৪ প্রহরীদুর্গ | মার্চ ১
-
-
২১. (ক) সা.শ.পূ. ৬০৭ সালে কেন যিরূশালেম ধ্বংস হয়ে যায়? (খ)যিরূশালেমের ধ্বংসের পর, মিথ্যা ভবিষ্যদ্বক্তা ও যিহোবার সত্য ভবিষ্যদ্বক্তাদের কী হয়, বর্তমানে তা আমাদের কী আস্থা দেয়?
২১ যিরমিয়ের দিনে যিহোবার বিচারজ্ঞা পূর্ণ হয় যখন বাবিলনীয়েরা সা.শ.পূ. ৬০৭ সালে যিরূশালেম ধ্বংস করে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সেই একগুঁয়ে, অবিশ্বাসী ইস্রায়েলীয়দের জন্য তা ছিল ‘দুর্নামজনক, অপমানকর’ অভিজ্ঞতা। (যিরমিয় ২৩:৩৯, ৪০) এটি তাদের দেখিয়েছিল যে যিহোবা, যাকে তারা বারবার অসম্মান করেছে, তিনি অবশেষে পাপের প্রতিফলস্বরূপ তাদের পরিত্যাগ করেছিলেন। তাদের দাম্ভিক মিথ্যা ভবিষ্যদ্বক্তাদের মুখ অবশেষে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যিরমিয় ভাববাণী করেই চলেছিলেন। যিহোবা তাকে পরিত্যাগ করেননি। এই উদাহরণ অনুসারেই, যিহোবা যিরমিয় শ্রেণীকে পরিত্যাগ করবেন না যখন তাঁর গুরুভার সিদ্ধান্ত খ্রীষ্টজগতের যাজকবর্গদের ও তাদের মিথ্যাগুলি যারা বিশ্বাস করে তাদের জীবন নিঃশেষ করে দেবে।
-