ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “তোমরা সেই দিন বা সেই দণ্ড জান না”
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
    • “তোমরা সেই দিন বা সেই দণ্ড জান না”

      “অতএব জাগিয়া থাক; কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জান না।” —মথি ২৫:১৩.

  • “তোমরা সেই দিন বা সেই দণ্ড জান না”
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
    • ১-৩. (ক) কোন পরিস্থিতিগুলো যিশুর দুটো নীতিগল্পের মূল বিষয় তুলে ধরে? (খ) আমাদের কোন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে?

      কল্পনা করুন যে, একজন বিশিষ্ট কর্মকর্তা আপনাকে গাড়ি চালিয়ে এক গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু, সেই মিটিংয়ের জন্য তাকে গাড়িতে তুলে নেওয়ার মাত্র কয়েক মিনিট আগে আপনি বুঝতে পারেন যে, আপনার গাড়িতে এই যাত্রা করার মতো যথেষ্ট জ্বালানি নেই। তাই, আপনাকে জ্বালানি কেনার জন্য তাড়াহুড়ো করে যেতে হবে। আপনি কিনতে গিয়েছেন আর এমন সময় সেই কর্মকর্তা এসে উপস্থিত হন। তিনি চারিদিকে তাকান কিন্তু কোথাও আপনাকে দেখতে পান না। তার অপেক্ষা করার সময় নেই, তাই তাকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আরেকজন ব্যক্তিকে অনুরোধ করেন। আপনি তাড়াতাড়ি করে ফিরে আসার পর দেখতে পান যে, সেই কর্মকর্তা আপনাকে ছাড়াই চলে গিয়েছেন। আপনি কেমন বোধ করবেন?

      ২ এইবার কল্পনা করুন যে, আপনি একজন কর্মকর্তা এবং কোনো গুরুত্বপূর্ণ ব্যাবসা দেখাশোনা করার জন্য আপনি তিন জন দক্ষ ব্যক্তিকে বাছাই করেছেন। আপনি তাদেরকে কাজ বুঝিয়ে দেন এবং তারা তিন জনই স্বেচ্ছায় তা গ্রহণ করে নেয়। কিন্তু, কয়েক দিন পর আপনি যখন ফিরে আসেন, তখন জানতে পারেন যে, তাদের মধ্যে কেবল দুজন তাদের কাজ সম্পন্ন করেছে। অধিকন্তু, যিনি তার কাজ সম্পন্ন করেননি তিনি অজুহাত দেখাতে শুরু করেন। সত্যি বলতে কী, তিনি এমনকী চেষ্টা করেও দেখেননি। আপনি কেমন বোধ করবেন?

      ৩ শেষ সময়ে কেন কিছু অভিষিক্ত খ্রিস্টান বিশ্বস্ত ও বুদ্ধিমান বলে প্রমাণিত হবে কিন্তু অন্যেরা হবে না, সেটা তুলে ধরার জন্য যিশু কুমারী এবং তালন্তের নীতিগল্পে একই পরিস্থিতি ব্যবহার করেছিলেন।a (মথি ২৫:১-৩০) তিনি এই কথাগুলো বলার মাধ্যমে মূল বিষয়ের ওপর জোর দিয়েছিলেন: “অতএব জাগিয়া থাক; কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড”—অর্থাৎ যিশু আসলে কখন শয়তানের জগতের ওপর ঈশ্বরের বিচার নিয়ে আসবেন, তা—“জান না।” (মথি ২৫:১৩) এই পরামর্শ আমরা বর্তমানেও কাজে লাগাতে পারি। কীভাবে আমরা জেগে থাকতে পারি, যেমনটা যিশু উৎসাহিত করেছিলেন আর এভাবে উপকার লাভ করতে পারি? রক্ষা পাওয়ার জন্য কারা প্রস্তুত? আর জেগে থাকার জন্য এখন আমাদের কী করতে হবে?

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার