-
“যিহোবা, করুণাময় ও কৃপাময় ঈশ্বর”১৯৯৮ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
১২, ১৩. কোন্ বিষয়গুলি আজকে কিছুজনকে তাদের চেতনা ফিরে পেতে সাহায্য করেছে? (বাক্সটি দেখুন।)
১২ “কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশী বেশী খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাঁহাকে বলিব, পিতঃ, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি; আমি আর তোমার পুত্ত্র নামের যোগ্য নই; তোমার এক জন মজুরের মত আমাকে রাখ। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল।”—লূক ১৫:১৭-২০.
-
-
“যিহোবা, করুণাময় ও কৃপাময় ঈশ্বর”১৯৯৮ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
১৪. অপব্যয়ী কী করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কিভাবে তা করার ক্ষেত্রে সে নম্রতা দেখিয়েছিল?
১৪ কিন্তু যারা ভ্রষ্ট হয়েছেন তারা তাদের অবস্থা সম্বন্ধে কী করতে পারেন? যীশুর গল্পে অপব্যয়ী গৃহে ফিরে যাওয়ার এবং তার পিতার কাছে ক্ষমা ভিক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। “তোমার এক জন মজুরের মত আমাকে রাখ,” অপব্যয়ী এই কথা বলবে বলে স্থির করেছিল। একজন মজুর ছিল এমন একজন শ্রমিক যাকে এক দিনের জন্য কাজে নেওয়া হত, আবার এক দিনের বিজ্ঞপ্তিতেই বিদায় করে দেওয়া যেত। এটি একজন দাস, যে পরোক্ষ অর্থে পরিবারের এক সদস্যের মত, তার চেয়ে নিচু মর্যাদার ছিল। তাই পুত্র হিসাবে তার পূর্বের মর্যাদায় ফিরিয়ে নেওয়া সম্বন্ধে অনুরোধ করার বিষয়টি অপব্যয়ী চিন্তা করেনি। প্রতিদিন পিতার কাছে তার পুনর্গঠিত নিষ্ঠা প্রমাণ করার জন্য সে সর্বাপেক্ষা নিচু পদটি গ্রহণ করতে সম্পূর্ণরূপে ইচ্ছুক ছিল। কিন্তু অপব্যয়ীর জন্য এক বিস্ময় অপেক্ষা করছিল।
-