-
‘খ্রীষ্টের প্রেম জানিতে সমর্থ হওয়া’যিহোবার নিকটবর্তী হোন
-
-
“পিতঃ ইহাদিগকে ক্ষমা কর”
১৬. যিশু এমনকি যখন যাতনাদণ্ডে ছিলেন, তখন তাঁর ক্ষমা করার ইচ্ছা কীভাবে স্পষ্ট দেখা গিয়েছিল?
১৬ যিশু আরেকটা গুরুত্বপূর্ণ উপায়ে তাঁর পিতার প্রেমকে নিখুঁতভাবে প্রতিফলিত করেছিলেন—তিনি “ক্ষমা করার জন্য তৈরি” ছিলেন। (গীতসংহিতা ৮৬:৫, NW) এমনকি তিনি যখন যাতনাদণ্ডে ছিলেন, তখনও ক্ষমা করার এই ইচ্ছা স্পষ্ট দেখা গিয়েছিল। এক লজ্জাজনক মৃত্যু ভোগ করতে বাধ্য হয়ে, হাতে ও পায়ে পেরেক বিদ্ধ অবস্থায় যিশু কী বলেছিলেন? তিনি কি যিহোবাকে ঘাতকদের শাস্তি দেওয়ার জন্য বলেছিলেন? এর ঠিক বিপরীতটা হয়েছিল, যিশুর শেষ কথাগুলোর মধ্যে একটা ছিল: “পিতঃ ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে, তাহা জানে না।”—লূক ২৩:৩৪.b
-
-
‘খ্রীষ্টের প্রেম জানিতে সমর্থ হওয়া’যিহোবার নিকটবর্তী হোন
-
-
b লূক ২৩:৩৪ পদের প্রথম অংশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু, যেহেতু অন্য অনেক প্রামাণিক পাণ্ডুলিপিতে এই কথাগুলো পাওয়া যায়, তাই নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) এবং অসংখ্য অন্য অনুবাদের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যিশু স্পষ্টতই রোমীয় সৈন্যদের সম্বন্ধে বলছিলেন, যারা তাঁকে বিদ্ধ করেছিল। যিশু আসলে কে ছিলেন, সেই সম্বন্ধে অজ্ঞ হওয়ায় তারা কী করছে সেই বিষয়ে জানত না। কিন্তু, ধর্মীয় নেতারা যারা সেই মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্ররোচিত করেছিল, তারা আরও বেশি দোষী ছিল কারণ তারা জেনেশুনে এবং বিদ্বেষপরায়ণ হয়ে তা করেছিল। তাদের অনেককে কোনোভাবে ক্ষমা করা সম্ভব ছিল না।—যোহন ১১:৪৫-৫৩.
-