ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • কোনো বিক্ষেপ ছাড়াই যিহোবার সেবা করুন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
    • ১, ২. কেন যিশু মার্থাকে ভালোবাসতেন কিন্তু মার্থা কোন ভুল করেছিলেন যেটা দেখায়, তিনি সিদ্ধ ছিলেন না?

      আপনি যখন লাসারের বোন মার্থার কথা চিন্তা করেন, তখন আপনার মনে কোন ধরনের চিত্র ফুটে ওঠে? বাইবেল জানায়, যিশুর সঙ্গে মার্থার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আর যিশু তাকে ভালোবাসতেন। অবশ্য, যিশু যে শুধু মার্থাকেই ভালোবেসেছেন ও সম্মান করেছেন এমন নয়, তিনি অন্য নারীদেরও ভালোবেসেছিলেন ও সম্মান করেছিলেন। উদাহরণ স্বরূপ, মার্থার বোন মরিয়মের সঙ্গেও যিশুর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আর যিশু তাঁর মা মরিয়মকে ভালোবাসতেন। (যোহন ১১:৫; ১৯:২৫-২৭) তাহলে কেন যিশু মার্থাকে ভালোবেসেছিলেন?

  • কোনো বিক্ষেপ ছাড়াই যিহোবার সেবা করুন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
    • ৪ কিন্তু, মার্থা ব্যতিব্যস্ত বা বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। তিনি যিশুর জন্য বিশেষ খাবার তৈরি করেছিলেন আর তাদের ঘরে থাকার সময়ে যিশু যেন স্বচ্ছন্দবোধ করেন, সেইজন্য অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। মার্থা যখন দেখতে পান মরিয়ম তাকে সাহায্য করছেন না, তখন তিনি বিরক্ত হয়ে যিশুর কাছে অভিযোগ করেছিলেন। যিশু বুঝতে পেরেছিলেন, মার্থা অনেক কিছু করার চেষ্টা করছেন আর তাই তিনি তাকে সদয়ভাবে বলেছিলেন: “মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছ।” তিনি এটাও বলেছিলেন, সাধারণ খাবার, হতে পারে শুধু একটা পদই যথেষ্ট। এরপর যিশু মনোযোগ দিয়ে তাঁর কথা শোনার জন্য মরিয়মের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন: “মরিয়ম সেই উত্তম অংশটী মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না।” মরিয়ম হয়তো সেই দিন কী খাবার খেয়েছিলেন, সেটা ভুলে গিয়েছিলেন। কিন্তু নিঃসন্দেহে তিনি যিশুর সেই দিনের শিক্ষা এবং যিশু যেভাবে তার প্রশংসা করেছিলেন, তা কখনো ভুলে যাননি। এই ঘটনার ৬০ বছরেরও বেশি সময় পর, প্রেরিত যোহন লিখেছিলেন: “যীশু মার্থাকে ও তাঁহার ভগিনীকে . . . প্রেম করিতেন।” (যোহন ১১:৫) এই কথাগুলো থেকে বোঝা যায়, মার্থা নিশ্চয়ই যিশুর প্রেমপূর্ণ সংশোধন গ্রহণ করেছিলেন এবং বাকি জীবন বিশ্বস্তভাবে যিহোবার সেবা করেছিলেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার