-
কীভাবে আপনি সুখী হতে পারেন?চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
৬. বাইবেল বোঝার জন্য আপনি অন্যদের সাহায্য নিতে পারেন
অনেকে নিজে নিজে বাইবেল পড়ার পাশাপাশি অন্যদের কাছ থেকে সাহায্য নেয়, যাতে তারা বাইবেল আরও ভালোভাবে বুঝতে পারে। প্রেরিত ৮:২৬-৩১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
কীভাবে আপনি বাইবেল আরও ভালোভাবে বুঝতে পারেন?—৩০ ও ৩১ পদ দেখুন।
বাইবেলে উল্লেখিত একজন ইথিওপীয় ব্যক্তির শাস্ত্র ভালোভাবে বোঝার জন্য সাহায্যের প্রয়োজন হয়েছিল। বর্তমানে, অনেকে বাইবেল বোঝার জন্য অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে উপকার লাভ করছে
-