-
“অশিক্ষিত এবং সাধারণ ব্যক্তি”ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
-
-
১, ২. মন্দিরের দরজার কাছে পিতর ও যোহন কোন আশ্চর্য কাজ করেছিলেন?
বেলা প্রায় শেষ হয়ে আসছে, সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে, মন্দির প্রাঙ্গণে যিহুদিরা এবং যিশুর শিষ্যেরা একত্রিত হয়েছে, চারিদিকে প্রচুর ভিড়। একটু পরেই ‘প্রার্থনা’ শুরু হবে।a (প্রেরিত ২:৪৬; ৩:১) সেই ভিড়ের মধ্যে পিতর ও যোহন রয়েছেন, তারা ধীরে ধীরে মন্দিরের সুন্দর নামক দরজার দিকে এগিয়ে যাচ্ছেন, যেটা করিন্থ থেকে আনা চকচকে তামা দিয়ে তৈরি। চারিদিকে লোকদের কথাবার্তা এবং পায়ের শব্দ শোনা যাচ্ছে, এরই মাঝে এক জন্মগত খোঁড়া ব্যক্তি দরজার পাশে বসে ভিক্ষা চাইছে।—প্রেরিত ৩:২; ৪:২২.
-
-
“অশিক্ষিত এবং সাধারণ ব্যক্তি”ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
-
-
a সকাল ও সন্ধ্যায় মন্দিরে বলিদান করার সঙ্গে সঙ্গে প্রার্থনা করা হত। সন্ধ্যার বলিদান ‘নবম ঘণ্টায়’ অর্থাৎ বিকেল তিনটের সময় উৎসর্গ করা হত।
-