ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “তোমাদের মস্তকের কেশগুলিও” যিহোবার গণিত আছে
    ২০০৫ প্রহরীদুর্গ | আগস্ট ১
    • ৪. পৌলকে কোন পরিস্থিতি সহ্য করে চলতে হয়েছিল এবং এইরকম পরিস্থিতি কোন কোন উপায়ে আমাদেরকে প্রভাবিত করতে পারে?

      ৪ প্রেরিত পৌলের ক্ষেত্রে কী হয়েছিল, তা বিবেচনা করুন। “আমার মাংসে একটা কন্টক, শয়তানের এক দূত, আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্ট্যাঘাত করে,” তিনি লিখেছিলেন এবং সেইসঙ্গে যুক্ত করেছিলেন, “আমি প্রভুর কাছে তিন বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়।” যিহোবা তার অনুনয় শুনেছিলেন। তবুও, তিনি পৌলকে বলেছিলেন যে, অলৌকিক কোনো সমাধানের মাধ্যমে তিনি হস্তক্ষেপ করবেন না। এর পরিবর্তে, ‘মাংসের কন্টকের’ সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য সাহায্য পেতে পৌলকে ঈশ্বরের শক্তির ওপর নির্ভর করতে হবে।b (২ করিন্থীয় ১২:৭-৯) পৌলের মতো আপনিও হয়তো কোনো পরীক্ষা ভোগ করে চলেছেন। আপনি হয়তো ভাবতে পারেন, ‘আমার পরীক্ষার ব্যাপারে যিহোবা কিছুই করছেন না বলে মনে হওয়ার অর্থ কি এই যে, তিনি আমার পরিস্থিতি সম্বন্ধে অবগত নন বা তিনি আমার জন্য চিন্তা করেন না?’ নিঃসন্দেহে এর উত্তর হল না! যিহোবার প্রত্যেক বিশ্বস্ত দাসের জন্য তাঁর গভীর চিন্তা, যিশু তাঁর প্রেরিতদের বাছাই করার কিছুদিন পরেই তাদেরকে যা বলেছিলেন, সেটার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। আসুন আমরা দেখি, কীভাবে তাঁর কথাগুলো আজকে আমাদের উৎসাহিত করতে পারে।

  • “তোমাদের মস্তকের কেশগুলিও” যিহোবার গণিত আছে
    ২০০৫ প্রহরীদুর্গ | আগস্ট ১
    • b বাইবেল সুস্পষ্টভাবে বলে না যে, পৌলের ‘মাংসের কন্টকটা’ কী ছিল। হতে পারে যে, এটা ছিল তার কোনো শারীরিক কষ্ট যেমন ক্ষীণ দৃষ্টিশক্তি। অথবা ‘মাংসের কন্টক’ অভিব্যক্তিটি দিয়ে ভাক্ত প্রেরিত এবং অন্যদেরকে বোঝাতে পারে, যারা পৌলের প্রেরিতপদ এবং পরিচর্যা নিয়ে আপত্তি করেছিল।—২ করিন্থীয় ১১:৬, ১৩-১৫; গালাতীয় ৪:১৫; ৬:১১.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার