আপনি কি মনে করতে পারেন?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
• জ্যোতিষীরা কখন যিশুকে দেখতে গিয়েছিল?
একটা বাইবেল সংস্করণ মন্তব্য করে: “ম্যাজাইরা মেষপালকদের মতো যিশুর জন্মের রাতেই যাবপাত্রে শোয়ানো যিশুকে দেখতে আসেনি। তারা কয়েক মাস পরে এসেছিল।” সেই সময়ের মধ্যে যিশু একজন ‘শিশু’ হয়েছিলেন আর একটা গৃহে বাস করছিলেন। (মথি ২:৭-১১) তাঁর জন্মের রাতেই যদি যিশুকে সোনা ও অন্যান্য মূল্যবান উপহারগুলো দেওয়া হতো, তাহলে ৪০ দিন পরে মরিয়ম যখন যিরূশালেম মন্দিরে যিশুকে উপস্থিত করেছিলেন, তখন কি তিনি শুধুমাত্র এক জোড়া পাখি উৎসর্গ করতেন?—১/১, পৃষ্ঠা ৩১.
• অনেকে তাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য কী করতে পারেন?
একজন ব্যক্তি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ‘আমি কি আমার পরিস্থিতিকে রদবদল করতে এবং আমার জীবনধারাকে সাধাসিধে করতে পারি?’ এমি তা-ই করেছিলেন। তিনি আর্থিক দিক দিয়ে সচ্ছল ছিলেন কিন্তু সুখী ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে, এই জগতের একটা কেরিয়ারের পিছনে ছোটা তাকে প্রায় বিশ্বাস হতে বিপথগামী করতে যাচ্ছিল। তাই, তিনি রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কিছু সময়ের জন্য অগ্রগামীর কাজ করতে সক্ষম হয়েছিলেন। এমি বলেন, আমি যখন জাগতিক লক্ষ্যগুলোর পিছনে ছুটছিলাম সেই সময়ের চেয়ে “এখন আমার সেই পরিতৃপ্তির অনুভূতি রয়েছে, যা আমি আগে কখনো অনুভব করিনি।”—১/১৫, পৃষ্ঠা ১৯.
• কিছু মায়েদের পরিতৃপ্তি লাভ করতে কী সাহায্য করতে পারে?
অনেক মায়েরা চাকরি করে থাকে। কেউ কেউ পরিবারের মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য আর অন্যেরা আর্থিক স্বাধীনতা লাভ করার বা বিলাসবহুল দ্রব্য কেনার জন্য চাকরি করে থাকে। এ ছাড়া, অন্যেরা তাদের কাজকে উপভোগ করে বলে চাকরি করে থাকে। খ্রিস্টান মায়েরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশেষ করে সন্তানের শিশুবস্থায়। কেউ কেউ তাদের পরিবারের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য, খণ্ডকালীন কাজ করা বেছে নিয়েছে অথবা তাদের চাকরি ছেড়ে দিয়েছে আর তা প্রচুর পরিতৃপ্তি নিয়ে এসেছে।—৪/১, পৃষ্ঠা ১৮-২১.
• মথি ২৪:৩৪ পদে বর্ণিত কথাগুলোতে যিশু কোন “কালের লোকদের” বা বংশের বিষয় উল্লেখ করেছিলেন?
যিশু প্রায়ই দুষ্ট লোকেদের প্রতি বা তাদের বিষয়ে বলার সময়ে “এই কালের লোকদের” বা বংশের মতো শব্দগুলো ব্যবহার করেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে তাঁর শিষ্যদের, যারা শীঘ্রই পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হবে, তাদের প্রতি বলার সময় তিনি তা করেননি। তারা হবে সেই ব্যক্তি, যারা মথি ২৫:৩২, ৩৩ পদে উল্লেখিত উপসংহারগুলোতে পৌঁছাতে সমর্থ হবে। তাই এটা মনে হয় যে, যিশু তাঁর কথাগুলো প্রয়োগ করার সময় প্রথম শতাব্দী ও আধুনিক, উভয় সময়ের অভিষিক্ত অনুসারীদের বিষয়েই উল্লেখ করছিলেন।—২/১৫, পৃষ্ঠা ২৩-৪.
• যাকোব ৩:১৭ পদের সঙ্গে মিল রেখে আমাদের কোন গুণাবলি প্রদর্শন করা উচিত?
শুচি থাকার জন্য মন্দ বিষয়গুলোকে আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। (আদি ৩৯:৭-৯) এ ছাড়া, শান্তি নষ্ট করতে পারে এমন আক্রমণাত্মক মনোভাব বা সেই কাজগুলো এড়িয়ে চলে আমাদের শান্তিপ্রবণ হওয়া উচিত। তাই আমাদের প্রত্যেকের নিজেকে জিজ্ঞেস করা উচিত: ‘আমি কি শান্তি স্থাপনকারী নাকি শান্তি ভঙ্গকারী হিসেবে পরিচিত? আমার কি প্রায়ই অন্যদের সঙ্গে মতভেদ বা মতপার্থক্য হয়? আমি কি সহজেই অসন্তুষ্ট হই বা অন্যদের অসন্তুষ্ট করি? অথবা আমি কি অন্যদের ক্ষমা করতে প্রস্তুত এবং এইরকম করতে জোর করি না যে, আমার ব্যক্তিগত মানগুলোকেই অনুসরণ করতে হবে?’—৩/১৫, পৃষ্ঠা ২৪-৫.