ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • বাইবেল অধ্যয়ন চালিয়ে যান!
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ৪. বাইবেল অধ্যয়নকে গুরুত্বের সঙ্গে দেখুন

      আমরা কখনো কখনো এতই ব্যস্ত হয়ে পড়ি যে, মনে হতে পারে বাইবেল অধ্যয়ন করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় নেই। এই ক্ষেত্রে কোন বিষয়টা আমাদের সাহায্য করতে পারে? ফিলিপীয় ১:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

      • জীবনের “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো” কী হতে পারে বলে আপনার মনে হয়?

      • বাইবেল অধ্যয়নকে কীভাবে আপনি গুরুত্বের সঙ্গে দেখতে পারেন?

      ক. কোলাজ: এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, যেখানে পাথর ও বালি দিয়ে একটা পাত্র পূর্ণ করা হয়েছে।। ১. কিছু পরিমাণ বালি এবং কয়েকটা বড়ো পাথর। ২. একটা পাত্রে শুধু বালি রাখা হয়েছে। ৩. বড়ো পাথরগুলো বালির উপর রয়েছে এবং কয়েকটা পাথর নীচে পড়ে গিয়েছে। খ. কোলাজ: ১. একই পরিমাণ বালি এবং একই পরিমাণ বড়ো পাথর রয়েছে। ২. সেই একই পাত্রে বড়ো পাথরগুলো রাখা হয়েছে। ৩. পাত্রে বড়ো পাথরগুলো রাখা হয়েছে এবং পাত্রটা বালি দিয়ে পূর্ণ করা হয়েছে। কিছুটা বালি পাত্রের বাইরে পড়ে রয়েছে।
      1. (ক) আপনি যদি একটা পাত্রে প্রথমে বালি রেখে তারপর পাথর রাখতে চান, তা হলে আপনি সব পাথর সেই পাত্রে রাখতে পারবেন না

      2. (খ) আপনি যদি প্রথমে পাথরগুলো রাখেন, তা হলে আপনি সেই পাত্রে অনেক বেশি পরিমাণ বালি রাখতে পারবেন। একইভাবে, আপনি যদি “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো” প্রথমে করেন, তা হলে সেগুলো শেষ করার পরও আপনার কাছে অন্যান্য বিষয় করার জন্য সময় থাকবে

      ঈশ্বর আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে, আমাদের তাঁর নির্দেশনার প্রয়োজন রয়েছে। বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আমরা সেই প্রয়োজন মেটাতে পারি। মথি ৫:৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • বাইবেল অধ্যয়নকে গুরুত্বের সঙ্গে দেখলে আমরা কোন উপকার লাভ করতে পারব?

  • যিহোবাকে খুশি করে এমন বিনোদন বাছাই করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ৪. নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করুন

      ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

      ভিডিও: কোন বিষয়ে আপনার সময় চলে যাচ্ছে? (২:৪৫)

      • এই ভাই যদিও খারাপ কিছু দেখছিলেন না, তা সত্ত্বেও তিনি তার অবসর সময়ে যা করছিলেন, সেটা তার উপর কোন প্রভাব ফেলেছিল?

      ফিলিপীয় ১:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • কীভাবে এই শাস্ত্রপদ আমাদের সাহায্য করতে পারে, যাতে আমরা বিনোদনের পিছনে বেশি সময় ব্যয় না করি?

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার