ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৭ ২/১ পৃষ্ঠা ৩১
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আরমাগিদোন—এক আনন্দময় সূচনা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৭ ২/১ পৃষ্ঠা ৩১

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

হর্‌মাগিদোনে ‘সর্ব্বশক্তিমান ঈশ্বরের যুদ্ধ’ কী এবং এর ফলাফল কী?—প্রকাশিত বাক্য ১৬:১৪, ১৬.

সহজ কথায় হর্‌মাগিদোনের যুদ্ধ হল ভবিষ্যতে পৃথিবীব্যাপী এক যুদ্ধ, যেখানে যিহোবার মনোনীত রাজা, যিশু খ্রিস্ট ঈশ্বরের শত্রুদের ধ্বংস করবেন। বাইবেল ব্যাখ্যা করে যে, এই শত্রুরা অর্থাৎ ‘জগৎ সমুদয়ের রাজারা’ “ভূতদের আত্মা” দ্বারা পরিচালিত হয়ে যুদ্ধার্থে সমবেত হয় এবং “সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে . . . ইব্রীয় ভাষায় যাহাকে হর্‌মাগিদোন বলে, সেই স্থানে” একত্রিত হয়।—প্রকাশিত বাক্য ১৬:১৪, ১৬.

যে-স্থানে বিপক্ষ দলগুলো একত্রিত হয়, সেটা কোনো আক্ষরিক স্থান নয়। হর্‌মাগিদোন শব্দের অর্থ হল, “মগিদ্দো পর্বত।” (প্রকাশিত বাক্য ১৬:১৬) এই নামে কখনো কোনো পর্বতই ছিল না। অধিকন্তু, “পৃথিবীর রাজগণ ও তাহাদের সৈন্যগণ” আক্ষরিকভাবে কোনো একটা স্থানে একত্রিত হতে পারে না। (প্রকাশিত বাক্য ১৯:১৯) এর পরিবর্তে, ‘সেই স্থান’ এমন এক অবস্থাকে বোঝায়, যার মধ্যে দিয়ে পৃথিবীর রাজনৈতিক শাসকরা ও তাদের সমর্থকরা, যিহোবা এবং “রাজাদের রাজা ও প্রভুদের প্রভু” যিশু খ্রিস্টের সামরিক আদেশের অধীনস্থ ‘স্বর্গস্থ সৈন্যগণের’ বিরোধিতা করতে পরিচালিত হয়।—প্রকাশিত বাক্য ১৯:১৪, ১৬.

তাৎপর্যপূর্ণভাবে, “হর্‌মাগিদোন” শব্দটি প্রাচীন ইস্রায়েলের শহর মগিদ্দোর সঙ্গে সম্পর্কযুক্ত। কর্মিল পর্বতের পূর্বদিকে এক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত মগিদ্দো শহর সেই সময়কার প্রধান বাণিজ্য ও সামরিক পথের জন্য বিশিষ্ট ছিল। এটা বিভিন্ন চূড়ান্ত যুদ্ধের এক স্থানও ছিল। উদাহরণস্বরূপ, এটা “মগিদ্দোর জলতীরস্থ” স্থানে অবস্থিত ছিল, যেখানে ইস্রায়েলীয় বিচারক বারক, সেনাপতি সীষরার দ্বারা পরিচালিত এক শক্তিশালী কনানীয় সৈন্যদলকে পরাজিত করেছিলেন। (বিচারকর্ত্তৃগণের বিবরণ ৪:১২-২৪; ৫:১৯, ২০) এ ছাড়া, সেই অঞ্চলেই বিচারক গিদিয়োন মিদিয়নীয়দের শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। (বিচারকর্ত্তৃগণের বিবরণ ৭:১-২২) মগিদ্দোর সঙ্গে আসন্ন যুদ্ধের যোগসূত্র দেখিয়ে বাইবেল আমাদের আশ্বাস দেয় যে, ঈশ্বর তাঁর পুত্রের মাধ্যমে সমস্ত বিরোধী শক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করবেন।

ফলাফল কী হবে? হর্‌মাগিদোনের যুদ্ধ পৃথিবীকে সমস্ত দুর্নীতি ও দুষ্টতা থেকে মুক্ত করবে। এটা সমগ্র মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে গৌরবময় এক যুগের পথ খুলে দেবে। (প্রকাশিত বাক্য ২১:১-৪) ঈশ্বরের রাজ্যের প্রেমময় তত্ত্বাবধানে দেশ বা পৃথিবী এক পরমদেশে রূপান্তরিত হবে, যেখানে ধার্মিকরা চিরকাল বসবাস করবে।—গীতসংহিতা ৩৭:২৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার