-
আমাদের খ্রিস্টীয় পরিচয়কে রক্ষা করা২০০৫ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১৫
-
-
৪. খ্রিস্টান হিসেবে আমাদের স্পষ্ট পরিচয়কে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর যিশু কীভাবে জোর দিয়েছিলেন?
৪ কিন্তু, যিহোবার উৎসর্গীকৃত দাস হিসেবে আমরা বুঝতে পারি যে, আমাদের যে-কারও জন্যই—যুবক হই অথবা বৃদ্ধ হই—খ্রিস্টীয় পরিচয় হারিয়ে ফেলা দুঃখজনক হবে। খ্রিস্টীয় পরিচয় সম্বন্ধে এক গঠনমূলক বোধশক্তি কেবল যিহোবার মান এবং আমাদের কাছ থেকে তিনি যা কিছু আশা করেন, সেগুলোর ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। আর তা যুক্তিসংগত কারণ আমরা তাঁর প্রতিমূর্তিতে সৃষ্ট হয়েছি। (আদিপুস্তক ১:২৬; মীখা ৬:৮) বাইবেল খ্রিস্টান হিসেবে আমাদের স্পষ্ট পরিচয়কে বস্ত্রের সঙ্গে তুলনা করেছে, যা পরলে সকলে দেখতে পায়। আমাদের সময় সম্বন্ধে যিশু সাবধান করেছিলেন: “দেখ, আমি চোরের ন্যায় আসিতেছি; ধন্য সেই ব্যক্তি, যে জাগিয়া থাকে, এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায়, এবং লোকে তাহার অপমান না দেখে।”a (প্রকাশিত বাক্য ১৬:১৫) আমরা আমাদের খ্রিস্টীয় গুণাবলি এবং আচরণের মানকে খুলে ফেলতে অথবা শয়তানের জগৎকে আমাদেরকে গঠন করতে দিতে চাই না। যদি দিই, তা হলে আমরা এই “বস্ত্র” হারিয়ে ফেলব। এইরকম অবস্থা শোচনীয় এবং লজ্জাজনক হবে।
-
-
আমাদের খ্রিস্টীয় পরিচয়কে রক্ষা করা২০০৫ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১৫
-
-
a এই কথাগুলো হয়তো পরোক্ষভাবে যিরূশালেম মন্দিরের অধ্যক্ষের দায়িত্বকে বোঝায়। রাত্রি প্রহরে তিনি মন্দিরের মধ্যে ঘুরে দেখতেন যে, লেবীয় রক্ষীরা তাদের নিজ নিজ অবস্থানে জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে। কোনো রক্ষীকে যদি ঘুমন্ত অবস্থায় পাওয়া যেত, তা হলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হতো এবং লজ্জাজনক শাস্তি হিসেবে হয়তো তার বস্ত্র পুড়িয়ে ফেলা হতো।
-