-
ঘরে ঘরে পরিচর্যা—কেন এখন গুরুত্বপূর্ণ?২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
-
-
১৬, ১৭. (ক) ‘মহাক্লেশ’ শেষ হওয়ার আগে, কী সম্পাদিত হবে? (খ) পরের প্রবন্ধে আমরা কী বিবেচনা করব?
১৬ এমন সময় হয়তো আসতে পারে, যখন আমরা যে-বার্তা ঘোষণা করি, তা ঠিক ‘সিংহনাদের’ মতো। প্রকাশিত বাক্যে জোরালো বিচারের বার্তাকে “বৃহৎ বৃহৎ শিলাবর্ষণ” হিসেবে তুলে ধরা হয়েছে, যেগুলোর “এক একটী এক এক তালন্ত পরিমিত।”b আর প্রকাশিত বাক্য ১৬:২১ পদ বলে: “সেই আঘাত অতিশয় ভারী।” সেই চূড়ান্ত বিচারের বার্তা ঘোষণার ক্ষেত্রে ঘরে ঘরে পরিচর্যা ঠিক কোন ভূমিকা পালন করবে, তা দেখা এখনও বাকি আছে। কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি যে, ‘মহাক্লেশ’ শেষ হওয়ার আগে, যিহোবার নাম এমনভাবে জানানো হবে, যেমনটা মানব ইতিহাসে আর কখনো জানানো হয়নি।—প্রকা. ৭:১৪; যাত্রা. ৩:১৫; যিহি. ৩৮:২৩.
-
-
ঘরে ঘরে পরিচর্যা—কেন এখন গুরুত্বপূর্ণ?২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
-
-
b এই তথ্য যদি গ্রিক তালন্তকে নির্দেশ করে থাকে, তা হলে প্রতিটা শিলার ওজন হবে প্রায় ২০ কিলোগ্রাম।
-