ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • sn গান ১৮
  • ঈশ্বরের অনুগত প্রেম

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের অনুগত প্রেম
  • যিহোবার উদ্দেশে গান গাও
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের অটল প্রেম
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • যিহোবা আপনার প্রতি অটল প্রেম দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • কুয়োর ধারে এক মহিলার সঙ্গে
    আমার বাইবেলের গল্পের বই
  • প্রেমপূর্ণ-দয়ার ব্যবস্থা আপনার জিহ্বাকে রক্ষা করুক
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
যিহোবার উদ্দেশে গান গাও
sn গান ১৮

গান ১৮

ঈশ্বরের অনুগত প্রেম

(যিশাইয় ৫৫:​১-৩)

১. অ-টল প্রেম! ঈ-শ্বর প্রেম।

এই স-ত্য যে ম-নো-রম।

তাই পু-ত্রের হয় আ-গ-মন,

যি-নি দেন প্রাণ বি-সর্‌-জন।

তাই চি-র সুখ ও জী-বন,

নিষ্‌-ঠা ক-রি যে অর্‌-জন।

(কোরাস)

হে তৃ-ষি-ত লোক স-কল,

বি-না-মূ-ল্যে নাও সেই জল।

হ্যাঁ, তৃ-ষি-ত লোক স-কল;

দেখ-বে তাঁর প্রেম অ-তল।

২. অ-টল প্রেম! ঈ-শ্বর প্রেম।

তাঁর কাজ প্র-মাণ দেয় অ-সীম।

প্র-মাণ আর-ও দেন প্রে-মের,

রা-জার আ-সন হয় খ্রিস্‌-টের

হয় যে-ন তাঁর পণ পূ-রণ।

দে-খো! রা-জ্যের হয় পত্‌-তন।

(কোরাস)

হে তৃ-ষি-ত লোক স-কল,

বি-না-মূ-ল্যে নাও সেই জল।

হ্যাঁ, তৃ-ষি-ত লোক স-কল;

দেখ-বে তাঁর প্রেম অ-তল।

৩. অ-টল প্রেম! ঈ-শ্বর প্রেম।

দে-খাই যে-ন তাঁর সেই প্রেম।

ন-ম্র-দের হই যে স-হায়,

ধার্‌-মি-ক-তার পথ চ-লায়।

দিই সা-ন্ত্ব-না স-বাই-কে,

যা-রা দেয় মন তাঁর বা-ক্যে।

(কোরাস)

হে তৃ-ষি-ত লোক স-কল,

বি-না-মূ-ল্যে নাও সেই জল।

হ্যাঁ, তৃ-ষি-ত লোক স-কল;

দেখ-বে তাঁর প্রেম অ-তল।

(আরও দেখুন, গীত. ৩৩:৫; ৫৭:১০; ইফি. ১:⁠৭.)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার