ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ২/১ পৃষ্ঠা ২৫-৩০
  • বিশ্বস্তভাবে যিহোবার সেবা করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্বস্তভাবে যিহোবার সেবা করুন
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্বস্ত হওয়ার অর্থ কী
  • শিক্ষাপ্রাপ্ত বিষয়গুলির জন্য উপলব্ধি
  • খ্রীষ্টীয় ভ্রাতৃত্ব উপলব্ধি করুন
  • অন্য কোথাও যাওয়ার নেই
  • গঠনমূলক হোন
  • দিয়াবলের প্রতিরোধ করুন!
  • প্রার্থনাসহকারে ঈশ্বরের উপরে নির্ভর করুন
  • “একমাত্র তুমিই অনুগত”
    যিহোবার নিকটবর্তী হোন
  • এক নিষ্ঠাবান্‌ ব্যক্তিকে দেখুন!
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সংগঠনের সাথে নিষ্ঠাপূর্ণভাবে সেবা করা
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা আপনার প্রতি অটল প্রেম দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ২/১ পৃষ্ঠা ২৫-৩০

বিশ্বস্তভাবে যিহোবার সেবা করুন

তুমি [যিহোবা] বিশ্বস্ত ব্যক্তির সহিত বিশ্বস্ত ব্যবহার করিবে।”—২ শমূয়েল ২২:২৬, NW.

১. যারা তাঁর প্রতি বিশ্বস্ত তাদের সাথে যিহোবা কি রকম ব্যবহার করেন?

যিহোবা তাঁর লোকেদের জন্য যা কিছু করেন তার জন্য তাঁকে প্রতিদান দেওয়া যায় না। (গীতসংহিতা ১১৬:১২) তাঁর আত্মিক এবং বস্তুসংক্রান্ত উপহারগুলি এবং তাঁর করুণা কত অপূর্ব! প্রাচীন ইস্রায়েলের রাজা দায়ূদ জানতেন যে যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত তিনি তাদের সাথে বিশ্বস্ততা সহকারে ব্যবহার করেন। দায়ূদ তা বলেছিলেন একটি গানের মাধ্যমে যা তিনি রচনা করেছিলেন “যে দিন সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে এবং [রাজা] শৌলের হস্ত হইতে দায়ূদকে উদ্ধার করিলেন।”—২ শমূয়েল ২২:১.

২. দায়ূদের গান, যা ২ শমূয়েল ২২ অধ্যায়ে লিখিত আছে, সেখানে কোন্‌ বিষয়গুলি জানানো হয়েছে?

২ দায়ূদ তাঁর গান শুরু করেন (গীত ১৮-র সঙ্গে তুলনীয়) প্রার্থনার উত্তরে যিহোবাকে “রক্ষাকর্ত্তা” হিসাবে প্রশংসা করে। (২ শমূয়েল ২২:২-৭) তাঁর স্বর্গীয় মন্দির থেকে, ঈশ্বর তাঁর বিশ্বস্ত সেবককে বলবান শত্রুদের হাত থেকে উদ্ধার করেন। (৮-১৯ পদ) এইভাবে ন্যায়পরায়ণ হওয়ার জন্য এবং যিহোবার পথসকল পালন করার জন্য দায়ূদকে পুরস্কৃত করা হয়। (২০-২৭ পদ) এরপরে ঈশ্বর-দত্ত শক্তির দ্বারা যে সমস্ত কাজ করা হয় তার বিবরণ দেওয়া হয়েছে। (২৮-৪৩) শেষে, দায়ূদ নিজ প্রজাদের এবং বিজাতীয় শত্রুদের বিদ্রোহ থেকে উদ্ধার সম্বন্ধে উল্লেখ করেন এবং যিহোবাকে ধন্যবাদ জানান, যিনি “আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন।” (৪৪-৫১ পদ) যিহোবা আমাদেরও পরিত্রাণ করতে পারেন যদি আমরা ন্যায়পরায়ণ হই এবং তাঁর উপর শক্তির জন্য নির্ভর করি।

বিশ্বস্ত হওয়ার অর্থ কী

৩. শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে, বিশ্বস্ত হওয়ার অর্থ কী?

৩ দায়ূদের পরিত্রাণ-গীত আমাদের এই সান্ত্বনাদায়ক আশ্বাসবাণী দেয়: “তুমি [যিহোবা] বিশ্বস্ত ব্যক্তির সহিত বিশ্বস্ত ব্যবহার করিবে।” (২ শমূয়েল ২২:২৬) ইব্রীয় বিশেষণ চা·সিধ্‌ ইঙ্গিত করে “বিশ্বস্ত ব্যক্তিকে,” অথবা “দয়াবানকে।” (গীতসংহিতা ১৮:২৫, ফুটনোট NW.) বিশেষ্য চে-সেধ্‌-এর অর্থ সেই দয়া যা কোনকিছুর সাথে প্রেমপূর্ণভাবে জড়িত থাকে যতক্ষণ না সেই সম্বন্ধে তার উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে। যিহোবা তাঁর সেবকদের প্রতি সেইরকম দয়া দেখান, যেমন তারাও তা তাঁর প্রতি প্রদর্শন করে। এই ধার্মিক, পবিত্র বিশ্বস্ততাকে “প্রেমময় করুণা” অথবা “প্রেমপূর্ণ দয়া” হিসাবে ব্যক্ত করা হয়েছে। (আদিপুস্তক ২০:১৩; ২১:২৩) গ্রীক শাস্ত্রে, “বিশ্বস্ততার” সাথে পবিত্রতা এবং শ্রদ্ধার সম্পর্ক আছে, যা বিশেষ্য হো·সি·ওটেস্‌ এবং বিশেষণ হো·সি·ওস্‌ এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এইরকম বিশ্বস্ততার অন্তর্ভুক্ত আনুগত্য এবং ভক্তি এবং এর অর্থ ঈশ্বরের প্রতি সমস্ত কর্তব্য যত্নসহকারে পালন করা এবং তাঁর ভক্ত হওয়া। যিহোবার প্রতি বিশ্বস্ত হওয়ার অর্থ কোন শক্তিশালী আঠার তুল্য ভক্তিসহকারে তাঁর প্রতি আসক্ত থাকা।

৪. কিভাবে যিহোবার বিশ্বস্ততা দেখানো হয়েছে?

৪ যিহোবার নিজের বিশ্বস্ততা নানা উপায়ে দেখা যায়। উদাহরণস্বরূপ, তিনি অধার্মিকদের বিচার করেন তাঁর লোকেদের প্রতি বিশ্বস্ত প্রেম এবং ন্যায়বিচার ও ধার্মিকতার প্রতি বিশ্বস্ততার জন্য। (প্রকাশিত বাক্য ১৫:৩, ৪; ১৬:৫) অব্রাহামের সাথে তাঁর চুক্তির প্রতি বিশ্বস্ততার জন্য তিনি ইস্রায়েলীয়দের সঙ্গে ধৈর্যপূর্বক ব্যবহার করেছিলেন। (২ রাজাবলি ১৩:২৩) যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে তাদের শেষ পর্যন্ত বিশ্বস্ততা রক্ষা করতে তিনি যে সাহায্য করবেন, তারা সেই নির্ভরতা রাখতে পারে এবং নিশ্চিৎ হতে পারে যে ঈশ্বর তাদের মনে রাখবেন। (গীতসংহিতা ৩৭:২৭, ২৮; ৯৭:১০) যীশু এই জেনে মনে জোর পেয়েছিলেন যে ঈশ্বরের প্রধান “বিশ্বস্ত ব্যক্তি” হিসাবে, তাঁর প্রাণকে পাতালে পরিত্যাগ করা হবে না।—গীতসংহিতা ১৬:১০; প্রেরিত ২:২৫, ২৭, NW.

৫. যেহেতু যিহোবা বিশ্বস্ত, তাঁর সেবকদের কাছ থেকে তিনি কী চান, এবং কোন্‌ প্রশ্ন বিবেচনা করা হবে?

৫ যেহেতু যিহোবা ঈশ্বর বিশ্বস্ত, তিনি তাঁর সেবকদের কাছে বিশ্বস্ততা আশা করেন। (ইফিষীয় ৪:২৪) উদাহরণস্বরূপ, মণ্ডলীর প্রাচীন হিসাবে নিযুক্ত হওয়ার জন্য একজনকে বিশ্বস্ত হতে হবে। (তীত ১:৮) কী কী কারণের জন্য যিহোবার লোকেরা বিশ্বস্তভাবে তাঁকে সেবা করতে প্ররোচনা পাবেন?

শিক্ষাপ্রাপ্ত বিষয়গুলির জন্য উপলব্ধি

৬. যে শাস্ত্রীয় বিষয়গুলি আমরা শিখেছি সেই সম্বন্ধে আমাদের মনোভাব কী হওয়া উচিৎ, এবং এইরকম জ্ঞান সম্বন্ধে আমাদের কী মনে রাখা উচিৎ?

৬ যে শাস্ত্রীয় বিষয়গুলি আমরা শিখেছি তার জন্য উপলব্ধি যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করার জন্য আমাদের প্ররোচিত করা উচিৎ। প্রেরিত পৌল তীমথিয়কে উৎসাহ দিয়েছিলেন: “তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক; তুমি ত জান যে, কাহাদের কাছে শিখিয়াছ। আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌ করিতে পারে।” (২ তীমথিয় ৩:১৪, ১৫) মনে রাখবেন যে এই জ্ঞান এসেছে ঈশ্বরের কাছ থেকে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের” মাধ্যমে।—মথি ২৪:৪৫-৪৭.

৭. বিশ্বস্ত দাসের মাধ্যমে ঈশ্বর যে আত্মিক খাদ্যের ব্যবস্থা করেন সেই সম্বন্ধে প্রাচীনদের কী মনোভাব রাখা উচিৎ?

৭ বিশেষত নিযুক্ত প্রাচীনদের উচিৎ বিশ্বস্ত দাসের মাধ্যমে ঈশ্বর যে পুষ্টিকর আত্মিক খাদ্য প্রদান করেন তা উপলব্ধি করা। অনেক বছর আগে কয়েকজন প্রাচীনের এই উপলব্ধির অভাব ছিল। একজন লক্ষ্যকারী উল্লেখ করেছিলেন যে এই ব্যক্তিরা “প্রহরীদুর্গের প্রবন্ধগুলির সমালোচনা করত, ঈশ্বরের সত্যের মাধ্যম হিসাবে . . . তা মেনে নিতে চাইত না, সর্বদা অন্যদের তাদের চিন্তাধারা অনুযায়ী প্রভাবিত করতে চেষ্টা করত।” কিন্তু, বিশ্বস্ত প্রাচীনরা বিশ্বস্ত দাসের মাধ্যমে ঈশ্বর যে আত্মিক খাদ্য প্রদান করেন তা পরিত্যাগ করতে কখনও অন্যদের প্রভাবিত করতে চেষ্টা করেন না।

৮. যদি আমরা বিশ্বস্ত এবং বুদ্ধিমান দাস শ্রেণীর দ্বারা পরিবেশিত কোন শাস্ত্রীয় বিষয় সম্পূর্ণরূপে বুঝতে না পারি তাহলে কী?

৮ যিহোবার উৎসর্গীকৃত সাক্ষী হিসাবে, আমাদের সকলের তাঁর প্রতি এবং তাঁর সংগঠনের প্রতি বিশ্বস্ত হতে হবে। ঈশ্বরের অপূর্ব জ্যোতি থেকে সরে গিয়ে, ধর্মভ্রষ্ট পথে চলতে, যা এখন আত্মিক মৃত্যু এবং অবশেষে ধ্বংস আনতে পারে, এমন কথা আমাদের চিন্তাও করা উচিৎ নয়। (যিরমিয় ১৭:১৩) কিন্তু যদি বিশ্বস্ত দাস দ্বারা পরিবেশিত কোন শাস্ত্রীয় বিষয় মেনে নিতে অথবা সম্পূর্ণরূপে উপলব্ধি করা আমাদের পক্ষে কঠিন হয়, তাহলে কী? তাহলে আমাদের উচিৎ আমরা কোথায় সত্য শিখেছি তা নম্রভাবে স্বীকার করা এবং প্রজ্ঞার জন্য প্রার্থনা করা যাতে এই পরীক্ষার সাথে মোকাবিলা করা যায় যতক্ষণ না সেই বিষয়ে কোন স্পষ্ট ব্যাখ্যা প্রকাশ করা হচ্ছে।—যাকোব ১:৫-৮.

খ্রীষ্টীয় ভ্রাতৃত্ব উপলব্ধি করুন

৯. কিভাবে ১ যোহন ১:৩-৬ দেখায় যে খ্রীষ্টীয়দের মধ্যে সদ্ভাব থাকা উচিৎ?

৯ আমাদের খ্রীষ্টীয় ভ্রাতৃত্বের মধ্যে যে সদ্ভাব আছে তার জন্য আন্তরিক উপলব্ধি যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করার আরেকটি কারণ। বাস্তবিকক্ষেত্রে, এই মনোভাব বিনা, ঈশ্বর এবং খ্রীষ্টের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হতে পারে না। প্রেরিত যোহন অভিষিক্ত খ্রীষ্টীয়দের বলেছিলেন: “আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা [“সদ্ভাব,” ডায়াগ্লট] হয়। আর আমাদের যে সহভাগিতা, তাহা পিতার এবং তাঁহার পুত্ত্র যীশু খ্রীষ্টের সহিত। . . . আমরা যদি বলি যে, তাঁহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না।” (১ যোহন ১:৩-৬) এই নীতি সমস্ত খ্রীষ্টীয়ের প্রতি প্রযোজ্য, তাদের আশা স্বর্গীয় অথবা পার্থিব, যাই হোক।

১০. যদিও ইবদিয়া ও সুন্তুখীর মধ্যে কোন ব্যক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, তবুও প্রেরিত পৌল এই মহিলাদের কিভাবে দেখেন?

১০ সদ্ভাব বজায় রাখার জন্য প্রচেষ্টা করতে হয়। উদাহরণস্বরূপ, খ্রীষ্টীয় মহিলা, ইবদিয়া এবং সুন্তুখী হয়ত তাদের মধ্যে কোন সমস্যার সমাধান করাকে কঠিন বোধ করেছিল। সেই জন্য পৌল তাদের উৎসাহ দেন “প্রভুতে একই বিষয়” ভাবতে। তিনি আরও বলেন: “আবার, হে প্রকৃত সহযুগ্য, তোমাকেও বিনয় করিতেছি, তুমি ইহাঁদের সাহায্য কর, কেননা ইহাঁরা সুসমাচারে আমার সহিত পরিশ্রম করিয়াছিলেন, ক্লীমেন্ত এবং আমার আর আর সহকর্ম্মচারীও তাহা করিয়াছিলেন, তাঁহাদের নাম জীবন-পুস্তকে লেখা আছে।” (ফিলিপীয় ৪:২, ৩) এই ঐশিক মহিলারা “সুসমাচারে” পৌলের ও অন্যান্যদের সাথে পরিশ্রম করেছিলেন, আর তিনি নিশ্চিৎ ছিলেন যে তারা তাদের মধ্যে ছিল যাদের ‘নাম জীবন-পুস্তকে লেখা আছে।’

১১. যদি একজন বিশ্বস্ত খ্রীষ্টীয় ব্যক্তি কোন আত্মিকতা-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন, তাহলে কী মনে রাখা উপযুক্ত হবে?

১১ খ্রীষ্টীয়রা কোন পদক পরেন না যা দেখায় যিহোবার সংগঠনে তারা কী কী করার সুযোগ পেয়েছেন এবং কিভাবে তাঁরা বিশ্বস্তভাবে সেবা করেছেন। যদি তাদের মধ্যে আত্মিকতা-সংক্রান্ত কোন সমস্যা দেখা দেয়, তাহলে যিহোবার প্রতি বহু বছর তাদের বিশ্বস্ত পরিচর্য্যা উপেক্ষা করা কত নির্দয় হবে! যাকে ‘প্রকৃত সহযুগ্য’ বলা হয়েছে, তিনি হয়ত অন্যদের সাহায্য করতে আগ্রহী একজন বিশ্বস্ত ভাই হবেন। যদি আপনি একজন প্রাচীন হন, আপনি কি একজন ‘প্রকৃত সহযুগ্য,” সমবেদনা সহকারে সাহায্য করতে প্রস্তুত? আমরা সকলে যেন সহবিশ্বাসীদের সৎকাজগুলি বিবেচনা করি, যেমন ঈশ্বর করেন, এবং প্রেমসহকারে তাদের ভার বহন করতে সাহায্য করি।”—গালাতীয় ৬:২; ইব্রীয় ৬:১০.

অন্য কোথাও যাওয়ার নেই

১২. যখন যীশুর কথা ‘অনেক শিষ্যের পিছাইয়া পড়ার’ কারণ হয়, তখন পিতর কী স্থান নিয়েছিলেন?

১২ আমরা যিহোবাকে, তাঁর সংগঠনের সাথে, বিশ্বস্তভাবে পরিচর্য্যা করতে বাধ্য হব যদি আমরা মনে রাখি যে অনন্ত জীবনের জন্য অন্য কোথাও যাওয়ার নেই। যখন যীশুর কথা ‘অনেক শিষ্যের পিছাইয়া পড়ার’ কারণ হয়, তিনি তাঁর প্রেরিতদের জিজ্ঞাসা করেন: “তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ?” পিতর উত্তর দেন: “প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে; আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে, আপনিই ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।”—যোহন ৬:৬৬-৬৯.

১৩, ১৪. (ক) প্রথম শতাব্দীর যিহূদী ধর্মের উপরে কেন ঈশ্বরের অনুগ্রহ ছিল না? (খ) যিহোবার একজন দীর্ঘকালীন সাক্ষী ঈশ্বরের দৃশ্যত সংগঠন সম্বন্ধে কী বলেছেন?

১৩ “অনন্ত জীবনের কথা” প্রথম শতাব্দীর যিহূদীধর্মে পাওয়া যায়নি। এর প্রধান পাপ ছিল মশীহ হিসাবে যীশুকে প্রত্যাখ্যান করা। কোন আকারেই যিহূদীধর্ম সম্পূর্ণরূপে ইব্রীয় শাস্ত্রের উপর ভিত্তি করে ছিল না। সদ্দূকীরা স্বর্গদূতদের অস্তিত্বকে অস্বীকার করত এবং পুনরুত্থানে বিশ্বাস করত না। যদিও এই বিষয়ে সদ্দূকীদের সঙ্গে তাদের মতবিরোধ ছিল, কিন্তু ফরীশীরা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে পাপ করেছিল তাদের অশাস্ত্রীয় পরম্পরাগত বিধির জন্য। (মথি ১৫:১-১১; প্রেরিত ২৩:৬-৯) এই পরম্পরা যিহূদীদের বন্দীত্বে রাখে এবং অনেককে যীশু খ্রীষ্টকে গ্রহণ করা থেকে বিরত করে। (কলসীয় ২:৮) ‘পরম্পরাগত বিধির প্রতি উদ্যোগের জন্য শৌল (পৌল) অজান্তে খ্রীষ্টের অনুগামীদের উপর হিংসাত্বক অত্যাচারী হয়ে উঠেছিল।—গালাতীয় ১:১৩, ১৪, ২৩.

১৪ যিহূদীধর্মের উপরে ঈশ্বরের অনুগ্রহ ছিল না, কিন্তু তাঁর পুত্রের অনুগামীদের নিয়ে যে সংগঠন গড়ে উঠেছিল—‘সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গ’ তাদের যিহোবা আশীর্বাদ করেছিলেন। (তীত ২:১৪) সেই সংগঠনের এখনও অস্তিত্ব আছে, আর তার সম্বন্ধে যিহোবার একজন বহুকালযাবৎ সাক্ষী বলেন: “যদি একটি বিষয় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে তা হল যিহোবার দৃশ্যত সংগঠনের সান্নিধ্যে থাকা। আমার পূর্বের অভিজ্ঞতা দেখিয়েছে মানুষের চিন্তাধারার উপর নির্ভর করা কত মূর্খতার কাজ। সেই বিষয়ে একবার নিশ্চিৎ হয়ে যাওয়ার পর, আমি বিশ্বস্ত সংগঠনের সঙ্গে থাকতে মনস্থ করি। আর কিভাবে একজন যিহোবার অনুগ্রহ এবং আশীর্বাদ পেতে পারে?” ঐশিক অনুগ্রহ এবং অনন্ত জীবনের জন্য অন্য কোথাও যাওয়ার নেই।

১৫. যিহোবার দৃশ্যত সংগঠন এবং যারা সেখানে দায়িত্ব গ্রহণ করছেন তাদের সঙ্গে কেন সহযোগিতা করা উচিৎ?

১৫ যিহোবার সংগঠনের সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের হৃদয় প্ররোচিত হওয়া উচিৎ কারণ একমাত্র এই সংগঠনই তাঁর আত্মার দ্বারা পরিচালিত এবং তাঁর নাম এবং তাঁর উদ্দেশ্য ঘোষণা করে। অবশ্যই, এখানে যারা দায়িত্ব গ্রহণ করেন, তারা অসিদ্ধ। (রোমীয় ৫:১২) কিন্তু হারোণ এবং মরিয়মের প্রতি “সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল” যখন তারা মোশির দোষ ধরবার চেষ্টা করেছিল এবং ভুলে গিয়েছিল যে মোশিই ঈশ্বর-দত্ত ক্ষমতা পেয়েছিলেন, তারা নয়। (গণনাপুস্তক ১২:৭-৯) বর্তমানে, বিশ্বস্ত খ্রীষ্টীয়েরা “নেতাদিগের” সঙ্গে সহযোগিতা করেন কারণ যিহোবা তাই চান। (ইব্রীয় ১৩:৭, ১৭) আমাদের বিশ্বস্ততার প্রমাণের অন্তর্ভুক্ত নিয়মিত খ্রীষ্টীয় সভায় যাওয়া এবং মন্তব্য করা যা ‘প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তোলে।’—ইব্রীয় ১০:২৪, ২৫.

গঠনমূলক হোন

১৬. অন্যদের জন্য কী করার ইচ্ছা যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করতে আমাদের অনুপ্রাণিত করা উচিৎ?

১৬ অন্যদের গড়ে তোলার ইচ্ছার জন্যেও যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করতে আমাদের অনুপ্রেরণা পাওয়া উচিৎ। পৌল লিখেছিলেন: “জ্ঞান গর্ব্বিত করে, কিন্তু প্রেমই গাঁথিয়া তুলে।” (১ করিন্থীয় ৮:১) যেহেতু এক ধরনের জ্ঞান মানুষকে গর্ব্বিত করে তোলে, পৌল বুঝাতে চাইছিলেন যে প্রেম, যারা তা প্রদর্শন করে, তাদেরও গড়ে তোলে। অধ্যাপক ওয়াইস্‌ এবং ইংলিশ্‌ কর্ত্তৃক লিখিত একটি বই জানায়: “যার প্রেম প্রদর্শন করার ক্ষমতা আছে, সাধারণত তাকেও প্রতিদানে প্রেম দেখানো হয়। জীবনের প্রতি ক্ষেত্রে শুভেচ্ছা এবং সহানুভূতি প্রকাশ করার ক্ষমতা, . . . যে তা দেখাচ্ছেন এবং যাকে দেখানো হচ্ছে, দুজনের উপরেই একটি বিশেষ গঠনমূলক প্রভাব ফেলে এবং এইভাবে দুজনকেই আনন্দ দেয়।” প্রেম প্রদর্শন করার মাধ্যমে, আমরা অন্যদের ও নিজেদের গড়ে তুলি, যেমন যীশুর কথাগুলিতে ইঙ্গিত করা হয়েছে: “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।”—প্রেরিত ২০:৩৫.

১৭. প্রেম কিভাবে গড়ে তোলে, এবং কী করা থেকে তা আমাদের বাধা দেবে?

১৭ পৌল, ১ করিন্থীয় ৮:১ পদে, গ্রীক শব্দ আ-গা-পে ব্যবহার করেছিলেন, যা নীতিগত প্রেমকে চিহ্নিত করে। এই ধরনের প্রেম গড়ে তোলে, কারণ তা চিরসহিষ্ণু এবং মধুর, সকলই বহন এবং ধৈর্য্যপূর্ব্বক সহ্য করে, কখনও শেষ হয় না। এই প্রেম, ক্ষতিকারক মনোভাব, যেমন গর্ব এবং ঈর্ষা দূরীভূত করে। (১ করিন্থীয় ১৩:৪-৮) এইরকম প্রেম আমাদের ভাইদের বিরুদ্ধে অভিযোগ করা থেকে বিরত করবে, যারা আমাদের মতই অসিদ্ধ। এই প্রেম আমাদের সেই “ভক্তিহীন” লোকেদের মত হওয়া থেকে বাধা দেবে, যারা প্রথম শতাব্দীর খ্রীষ্টীয়দের মধ্যে “প্রবিষ্ট” হয়েছিল। এই লোকেরা “প্রভুত্ব অগ্রাহ্য করে, এবং যাহারা গৌরবের পাত্র, তাহাদের নিন্দা করে,” হয়ত অভিষিক্ত খ্রীষ্টীয় অধ্যক্ষরা, যাদের উপর কিছু গৌরব অর্পণ করা হয়েছিল, তাদের নিন্দা করত। (যিহূদা ৩, ৪, ৮) যিহোবার প্রতি বিশ্বস্ত থেকে আমরা যেন কখনও এই রকম কোন প্রলোভনের বশ্যতা স্বীকার না করি।

দিয়াবলের প্রতিরোধ করুন!

১৮. শয়তান যিহোবার লোকদের কী করতে চায়, কিন্তু কেন সে তা করতে পারবে না?

১৮ শয়তান যে ঈশ্বরের ব্যক্তি হিসাবে আমাদের একতা ধ্বংস করতে চাইছে সেই সম্বন্ধে জ্ঞান যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করার আমাদের ইচ্ছাকে দৃঢ় করা উচিৎ। শয়তান এমনকি ঈশ্বরের সমস্ত লোকেদের শেষ করে দিতে চায়, আর দিয়াবলের পার্থিব অনুচররা কখনও কখনও সত্য উপাসকদের হত্যা করে। কিন্তু ঈশ্বর শয়তানকে তাদের সকলকে নিশ্চিহ্ন করে দিতে দেবেন না। যীশু মৃত্যুবরণ করেছিলেন যাতে “মৃত্যুর কর্ত্তৃত্ববিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন।” (ইব্রীয় ২:১৪) সাল ১৯১৪-তে খ্রীষ্ট রাজা হওয়ার পরে, স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার সময় থেকে শয়তানের শক্তি প্রয়োগ করার ক্ষেত্র বিশেষভাবে সীমিত করা হয়েছে। আর যিহোবার নির্দিষ্ট সময়ে যীশু, শয়তান এবং তার সংগঠনকে ধ্বংস করবেন।

১৯. (ক) শয়তানের চেষ্টা সম্বন্ধে এই পত্রিকায় বহু বছর আগে কী সাবধানবাণী দেওয়া হয়েছিল? (খ) শয়তানের ফাঁদ এড়িয়ে চলতে, সহবিশ্বাসীদের সঙ্গে আচরণে কোন্‌ বিষয়ে আমাদের যত্ন নেওয়া উচিৎ?

১৯ এই পত্রিকা একবার সাবধান করে দিয়েছিল: “যদি শয়তান দিয়াবল ঈশ্বরের লোকেদের মধ্যে বিশৃঙ্খলতা নিয়ে আসতে সক্ষম হয়, যদি তাদের নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে সক্ষম হয়, অথবা তাদের মধ্যে স্বার্থপর মনোভাব জাগিয়ে তোলে যাতে ভাইদের মধ্যে প্রেম লোপ পায়, তাহলে সে তাদের গ্রাস করতে সক্ষম হবে।” (প্রহরীদুর্গ, মে ১, ১৯২১, পৃষ্ঠা ১৩৪) আমরা যেন, হয়ত মিথ্যা অপবাদ রটিয়ে, অথবা একে অপরের সঙ্গে বিবাদ করে দিয়াবলকে আমাদের মধ্যে একতার বিনাশ করতে না দিই। (লেবীয়পুস্তক ১৯:১৬) শয়তান যেন আমাদের কখনও ঠকাতে না পারে যার জন্য আমরা ব্যক্তিগতভাবে যারা বিশ্বস্তভাবে যিহোবার সেবা করছে তাদের ক্ষতি করি অথবা তাদের জীবন দুর্বিষহ করে তুলি। (তুলনা করুন ২ করিন্থীয় ২:১০, ১১.) বরং, আসুন আমরা পিতরের কথাগুলি প্রয়োগ করি: “তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাক; তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জ্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ কর।” (১ পিতর ৫:৮, ৯) দৃঢ়ভাবে শয়তানের প্রতিরোধ করলে, যিহোবার জাতি হিসাবে আমরা আমাদের একতা রক্ষা করতে পারব।—গীতসংহিতা ১৩৩:১-৩.

প্রার্থনাসহকারে ঈশ্বরের উপরে নির্ভর করুন

২০, ২১. প্রার্থনাসহকারে যিহোবার প্রতি নির্ভর করা কিভাবে তাঁকে বিশ্বস্তভাবে সেবা করার সাথে জড়িত?

২০ প্রার্থনাসহকারে ঈশ্বরের উপরে নির্ভরতা যিহোবার প্রতি বিশ্বস্ত সেবা করা বজায় রাখতে আমাদের সাহায্য করবে। আমরা যখন দেখি যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন, তখন আমরা তাঁর আরও সন্নিকট হই। প্রেরিত পৌল প্রার্থনাসহকারে যিহোবার প্রতি নির্ভরতা রাখতে উৎসাহ দিয়েছিলেন যখন তিনি লিখেছিলেন: “অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে শুচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক।” (১ তীমথিয় ২:৮) উদাহরণস্বরূপ, প্রাচীনদের পক্ষে প্রার্থনাসহকারে ঈশ্বরের উপর নির্ভর করা কত গুরুত্বপূর্ণ! মণ্ডলীসংক্রান্ত বিষয় সম্বন্ধে আলোচনা করার সময়ে যিহোবার প্রতি এইরকম বিশ্বস্ততা দেখালে অন্তহীন বিতর্ক এবং সম্ভবত ক্রোধ প্রকাশ করা থেকে বাধা দেবে।

২১ প্রার্থনাসহকারে যিহোবা ঈশ্বরের প্রতি নির্ভরতা তাঁর পরিচর্য্যার সুযোগগুলির প্রতি যত্ন নিতে আমাদের সাহায্য করে। একজন, যিনি বহু দশক ধরে বিশ্বস্তভাবে যিহোবার সেবা করেছেন তিনি বলতে পারেন: “ঈশ্বরের বিশ্বব্যাপী সংগঠনে যে কোন কাজ স্বেচ্ছায় গ্রহণ করা, এবং দৃঢ়ভাবে আমাদের দায়িত্ব পালন করা, আমাদের প্রচেষ্টার উপরে ঈশ্বরের অনুমোদন নিয়ে আসে। যদিও কাজটি হয়ত ছোট মনে হতে পারে, কিন্তু প্রায়ই দেখা যায় যে সেটি বিশ্বস্তভাবে না করলে অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না। তাই যদি আমরা নম্র হই এবং যিহোবার নাম মহিমান্বিত করায় আগ্রহী থাকি, আমাদের নাম নয়, তাহলে নিশ্চিৎ হতে পারি যে আমরা ‘সুস্থির, নিশ্চল হব, প্রভুর কার্য্যে সর্ব্বদা উপচিয়া পড়ব।’”—১ করিন্থীয় ১৫:৫৮.

২২. যিহোবার বহু আশীর্বাদ আমাদের বিশ্বস্ততাকে কিভাবে প্রভাবিত করা উচিৎ?

২২ অবব্য, যিহোবার সেবায় আমরা যাই করি না কেন, তিনি আমাদের জন্য যা করেছেন তার জন্য তাঁকে প্রতিদান দেওয়া সবে নয়। যিহোবার সংগঠনে আমরা কত সুরক্ষিত, তাঁর বন্ধুরা আমাদের চারপাশে আছেন। (যাকোব ২:২৩) যিহোবা আমাদের ভ্রাতৃপ্রেমজাত একতার মূল এত গভীর করে আমাদের আশীর্বাদ করেছেন যে শয়তানও তা উৎপাটিত করতে পারবে না। তাই আসুন আমরা আমাদের বিশ্বস্ত স্বর্গীয় পিতার সঙ্গে থাকি এবং তাঁর জাতি হিসাবে একসঙ্গে কাজ করি। এখন এবং অনন্তকাল ধরে, আসুন আমরা বিশ্বস্তভাবে যিহোবার পরিচর্য্যা করি। (w92 11/15)

আপনি কিভাবে উত্তর দেবেন?

▫ বিশ্বস্ত হওয়ার অর্থ কী?

▫ কোন্‌ কোন্‌ কারণের জন্য আমাদের যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করা উচিৎ?

▫ কেন দিয়াবলের প্রতিরোধ করা উচিৎ?

▫ কিভাবে প্রার্থনা যিহোবার বিশ্বস্ত সেবক হতে আমাদের সাহায্য করতে পারে?

[Pictures on page 30]

যিহোবার বিশ্বস্ত সেবকেরা তাদের সিংহস্বরূপ শত্রু, দিয়াবলকে, তাদের একতায় ব্যাঘাত ঘটাতে দেয় না

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার