ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ১১/১ পৃষ্ঠা ৩১
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি মনে করতে পারেন?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • আপনার কঠোর পরিশ্রমের মধ্যে আনন্দ খুঁজুন
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • আপনার বিবেক কি সুশিক্ষিত?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ১১/১ পৃষ্ঠা ৩১

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

একজন খ্রিস্টান যদি এমন একটা চাকরি করেন যেটাতে অস্ত্র বহন করতে হবে, তা হলে তিনি কি এক সৎ বিবেক বজায় রাখতে পারবেন?

পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিরা তাদের পরিবারকে বস্তুগতভাবে ভরণপোষণ করার বিষয়ে ঈশ্বরদত্ত দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে। (১ তীমথিয় ৫:৮) কিন্তু, নির্দিষ্ট কিছু চাকরি বাইবেলের নীতিগুলোকে স্পষ্টভাবে লঙ্ঘন করে থাকে আর সেগুলো এড়িয়ে চলা উচিত। এগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে এমন ধরনের চাকরি, যেগুলোর সঙ্গে জুয়াখেলা, রক্তের অপব্যবহার এবং তামাকজাত দ্রব্যের ব্যবহারকে বৃদ্ধি করা জড়িত। (যিশাইয় ৬৫:১১; প্রেরিত ১৫:২৯; ২ করিন্থীয় ৭:১; কলসীয় ৩:৫) অন্য ধরনের কাজগুলোকে বাইবেলে সরাসরি নিন্দা করা না হলেও সেগুলো একজন ব্যক্তির বিবেককে অথবা অন্যদের বিবেককে দংশন করতে পারে।

আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো অস্ত্র বহন করতে হবে এমন একটা চাকরি কেউ করবে কি না, তা ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু, সশস্ত্র চাকরিতে যদি তার অস্ত্র ব্যবহার করার প্রয়োজন দেখা দেয়, তা হলে সেটা একজন ব্যক্তিকে রক্তপাতের দোষে দোষী হওয়ার সম্ভাবনার মুখোমুখি করে। তাই, একজন খ্রিস্টানকে প্রার্থনাপূর্বক বিবেচনা করতে হবে যে, যেখানে মানুষের জীবন জড়িত সেই বিষয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নিতে তিনি ইচ্ছুক আছেন কি না। অধিকন্তু, অস্ত্র বহন করা একজন ব্যক্তিকে কোনো আক্রমণের কারণে বা প্রতিহিংসাপরায়ণ হয়ে আহত হওয়ার বা মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিতে পারে।

একজন ব্যক্তির সিদ্ধান্তের দ্বারা অন্যেরাও প্রভাবিত হতে পারে। উদাহরণস্বরূপ, একজন খ্রিস্টানের প্রধান দায়িত্ব হল ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। (মথি ২৪:১৪) অস্ত্র বহন করার দ্বারা জীবিকা উপার্জন করে অন্যদের কি এই শিক্ষা দেওয়া সম্ভব হবে যে, “মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাক”? (রোমীয় ১২:১৮) ছেলেমেয়ে অথবা পরিবারের অন্য সদস্যদের সম্বন্ধে কী বলা যায়? বাড়িতে একটা বন্দুক রাখা কি তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে? এ ছাড়া, এই ব্যাপারে একজনের পদক্ষেপের দ্বারা অন্যেরা কি বিঘ্ন পেতে পারে?—ফিলিপীয় ১:১০.

এই “শেষ কালে,” অনেক অনেক লোক “প্রচণ্ড, সদ্‌বিদ্বেষী।” (২ তীমথিয় ৩:১, ৩, ৪) এটা জানা সত্ত্বেও, একজন ব্যক্তিকে কি তা “অনিন্দনীয়” রাখতে পারে, যদি তিনি এমন এক সশস্ত্র চাকরি বেছে নেন, যা তাকে হয়তো এই ধরনের ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষের দিকে পরিচালিত করতে পারে? (১ তীমথিয় ৩:১০) অবশ্যই না। এই কারণে মণ্ডলী এই ধরনের একজন ব্যক্তিকে “অনিন্দনীয়” হিসেবে বিবেচনা করবে না, যদি তাকে বাইবেল থেকে সদয়ভাবে পরামর্শ দেওয়ার পরও তিনি অস্ত্র বহন করে চলেন। (১ তীমথিয় ৩:২; তীত ১:৫, ৬) ফলে, এই ধরনের একজন পুরুষ অথবা নারী মণ্ডলীতে কোনো বিশেষ সুযোগের জন্য যোগ্য হবেন না।

যিশু তাঁর শিষ্যদের আশ্বাস দিয়েছিলেন যে, যদি তারা তাদের জীবনে রাজ্যের বিষয়গুলোকে প্রথম স্থানে রাখে, তা হলে তাদের জীবনের মৌলিক প্রয়োজনগুলোর বিষয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। (মথি ৬:২৫, ৩৩) বস্তুতপক্ষে, আমরা যদি যিহোবার ওপর পূর্ণরূপে নির্ভর করি, তা হলে “তিনিই [আমাদের] ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।”—গীতসংহিতা ৫৫:২২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার