ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ypq প্রশ্ন ৭ পৃষ্ঠা ২১-২৩
  • কীভাবে আমি যৌনসম্পর্ক করার চাপের সঙ্গে মোকাবিলা করতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে আমি যৌনসম্পর্ক করার চাপের সঙ্গে মোকাবিলা করতে পারি?
  • তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিয়ের আগে যৌনসম্পর্ক করার মধ্যে দোষের কী?
    ২০০৪ সচেতন থাক!
  • আপনার সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলুন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধগুলোকে গেঁথে দিন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পিতামাতারা—আপনাদের সন্তানদের রক্ষা করুন!
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
ypq প্রশ্ন ৭ পৃষ্ঠা ২১-২৩
একজন কিশোরী যৌনসপর্ক করার পতাব দৃঢ়ভাবে পত্যাখ্যান করছ

প্রশ্ন ৭

কীভাবে আমি যৌনসম্পর্ক করার চাপের সঙ্গে মোকাবিলা করতে পারি?

যে-কারণে এটা জানা গুরুত্বপূর্ণ

যৌনসম্পর্ক করার ব্যাপারে তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের উপর বিরাট প্রভাব ফেলবে।

তুমি হলে কী করতে?

এই দৃশ্যটা কল্পনা করো: মাইকের সঙ্গে হেদারের পরিচয় হয়েছে মাত্র দু-মাস কিন্তু তারপরও হেদারের মনে হয় যেন সে মাইককে বহুদিন ধরে জানে। তারা নিয়মিতভাবে একজন আরেকজনকে মোবাইলে মেসেজ পাঠায়, ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলে। এখন এমন হয়েছে যে, একটা বাক্য শেষ হওয়ার আগেই তারা একে অপরের মনের কথা বুঝে যায়! কিন্তু, মাইক এখন শুধু কথা বলেই সন্তুষ্ট নয়, সে আরও কিছু চায়।

গত দু-মাসে মাইক এবং হেদার কেবল পরস্পরের হাত ধরেছে এবং পরস্পরকে আলতোভাবে চুমু দিয়েছে। হেদার বিষয়টাকে এই পর্যন্তই সীমিত রাখতে চায়। কিন্তু, সে মাইককেও হারাতে চায় না। একমাত্র মাইকের সঙ্গে থাকলে তার নিজেকে অসাধারণ ও মূল্যবান বলে মনে হয়। ‘এ ছাড়া,’ সে মনে মনে বলে, ‘আমরা একে অপরকে ভালোবাসি . . . ’

তোমার যদি বিয়ের উদ্দেশ্যে মেলামেশা করার মতো বয়স হয়ে থাকে এবং তুমি যদি হেদারের জায়গায় থাকতে, তা হলে তুমি কী করতে?

একটু থেমে চিন্তা করো!

একটা পোশাক পরিকারের কাজে ব্যবহার করা হচ্ছ

যৌনসম্পর্কের বিষয়টা ঈশ্বরের কাছ থেকে একটা দান, যা তিনি কেবল বিবাহিত ব্যক্তিদেরই দিয়েছেন। বিয়ের আগে যৌনসম্পর্ক করা হল, সেই দানের অপব্যবহার করা। এটা কারো কাছ থেকে এক চমৎকার পোশাক পাওয়ার পর সেটাকে পরিষ্কারের কাজে ব্যবহার করার মতো

তুমি যদি কোনো ভৌত নিয়ম, যেমন মাধ্যাকর্ষণ নিয়ম অগ্রাহ্য করো, তা হলে তোমাকে সেটার পরিণতি ভোগ করতে হবে। নৈতিক আইনের ক্ষেত্রেও একই বিষয় সত্য আর এইরকম একটা আইন বলে, “তোমরা ব্যভিচার” বা যৌন অনৈতিকতা “হইতে দূরে থাক।”—১ থিষলনীকীয় ৪:৪.

এই আজ্ঞার অবাধ্য হলে কোন কোন পরিণতি হতে পারে? বাইবেল বলে, “যে ব্যভিচার করে” বা যৌন অনৈতিকতায় জড়িত হয়, “সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে।” (১ করিন্থীয় ৬:১৮) কীভাবে?

গবেষণা থেকে জানা গিয়েছে যে, বিয়ের আগেই যৌনসম্পর্ক করে থাকে এমন অনেক তরুণ-তরুণী সাধারণত নীচে দেওয়া এক বা একাধিক পরিণতি ভোগ করে।

  • বিষণ্ণতা। বিয়ের আগে যৌনসম্পর্কে লিপ্ত হয়েছে এমন অনেক তরুণ-তরুণীই পরে এর জন্য অনুশোচনা করে।

  • সন্দেহ। যৌনসম্পর্ক করার পর, দু-জনেই পরস্পরের বিষয়ে এইরকমটা চিন্তা করে, ‘আর কার কার সঙ্গে সে যৌনসম্পর্ক করেছে?’

  • হতাশা। মনে মনে অনেক মেয়েই এমন কাউকে পেতে চায়, যে তাকে সুরক্ষা প্রদান করবে, তাকে নিজের স্বার্থে ব্যবহার করবে না। আর অনেক ছেলে লক্ষ করেছে, কোনো মেয়ে যখন যৌনসম্পর্ক করার বিষয়ে তাদের প্রস্তাবে সাড়া দেয়, তখন সেই মেয়ের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলে।

  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: তুমি যদি বিয়ের আগে যৌনসম্পর্কে লিপ্ত হও, তা হলে তুমি অতি মূল্যবান কিছু হারানোর মাধ্যমে নিজের মর্যাদাহানি করো। (রোমীয় ১:২৪) তোমার দেহ খুবই মূল্যবান, সেটা দান করার মতো কোনো বিষয় নয়!

অন্যদের কাছে এই বিষয়টা স্পষ্ট করো যে, “ব্যভিচার” বা যৌন অনৈতিকতা ‘হইতে দূরে থাকিবার’ মতো দৃঢ় মনোবল তোমার রয়েছে। (১ থিষলনীকীয় ৪:৪) এরপর তুমি যদি কখনো বিয়ে করো, তখন তুমি যৌনসম্পর্ক করতে পারবে। আর তুমি সেটা পূর্ণরূপে উপভোগ করতে পারবে, এর ফলে তুমি কোনোরকম দুশ্চিন্তা, অনুশোচনা কিংবা অনিশ্চয়তা বোধ করবে না, যে-বিষয়গুলো লোকেরা বিয়ের আগে যৌনসম্পর্ক করার ফলে প্রায়ই ভোগ করে থাকে।—হিতোপদেশ ৭:২২, ২৩; ১ করিন্থীয় ৭:৩.

তুমি কী মনে করো?

  • কেউ যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তা হলে সে কি তোমাকে এমন কিছু করতে বলবে, যেটা শারীরিকভাবে ও আবেগগতভাবে তোমার জন্য ক্ষতিকর?

  • কেউ যদি তোমার জন্য সত্যিই চিন্তা করে, তা হলে সে কি তোমাকে এমন কিছু করার জন্য প্রলুব্ধ করবে, যা কিনা ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলবে?—ইব্রীয় ১৩:৪.

শুধু মেয়েদের জন্য

একজন কিশোরী বসে চিন্তা করছ

অনেক ছেলে বলেছে, তারা যে-মেয়ের সঙ্গে যৌনসম্পর্ক করেছে, তাকে কখনো বিয়ে করবে না। কেন? কারণ তারা এমন মেয়ে পছন্দ করে, যে কুমারী।

এটা জেনে কি তুমি অবাক হচ্ছ কিংবা হতে পারে রেগে যাচ্ছ? যদি তা-ই হয়, তা হলে মনে রাখবে: সিনেমা এবং টেলিভিশনে কিশোর-কিশোরীদের মধ্যে যৌনসম্পর্কের বিষয়টাকে রোমাঞ্চকর হিসেবে তুলে ধরা হয় এবং এইরকম ধারণা দেওয়া হয় যে, এটা হল নিছক মজা অথবা প্রকৃত প্রেমের এক প্রকাশ।

কিন্তু, ভুলেও এগুলোর দ্বারা প্রতারিত হোয়ো না! যারা তোমাকে বিয়ের আগে যৌনসম্পর্ক করার জন্য ভোলানোর চেষ্টা করে, তারা কেবল নিজেদের স্বার্থচেষ্টা করে।—১ করিন্থীয় ১৩:৪, ৫.

শুধু ছেলেদের জন্য

একজন কিশোর বসে চিন্তা করছ

তুমি কি এখন কারো সঙ্গে ডেটিং করছ? যদি করে থাকো, তা হলে নিজেকে জিজ্ঞেস করো: ‘যে-মেয়ের সঙ্গে আমি মেলামেশা করছি, তাকে কি আমি সত্যিই ভালোবাসি?’ তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে কীভাবে তুমি সেটা সর্বোত্তম উপায়ে প্রকাশ করতে পার? ঈশ্বরের আইনগুলো মেনে চলার মতো দৃঢ় মনোবল, প্রলুব্ধকর পরিস্থিতিগুলো এড়িয়ে চলার মতো প্রজ্ঞা এবং তার আগ্রহের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার মতো প্রেম দেখানোর মাধ্যমে।

তোমার মধ্যে যদি এই গুণগুলো থাকে, তা হলে তুমি যাকে ভালোবাসো, তার অনুভূতিও সেই শূলম্মীয়া মেয়ের মতো হবে, যিনি নৈতিক দিক দিয়ে শুদ্ধতা বজায় রেখেছিলেন এবং বলেছিলেন: “আমার প্রিয় আমারই, আর আমি তাঁহারই।” (পরমগীত ২:১৬) সংক্ষেপে বললে, সে তোমাকে আরও বেশি ভালোবাসবে!

পরামর্শ

“তুমি যদি আমাকে ভালোবাসো, তা হলে তুমি না বলবে না,” এইরকম কথা বলে কেউ যখন তোমাকে যৌনসম্পর্ক করার জন্য রাজি করানোর চেষ্টা করে, তখন দৃঢ়ভাবে এই উত্তর দাও, “তুমি যদি আমাকে ভালোবাসো, তা হলে তুমি কখনো আমাকে এইরকম প্রস্তাব দেবে না!”

বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে মেলামেশার করার সময় এই উত্তম নীতিটা অনুসরণ করা যেতে পারে: তোমার এমন কোনো কাজ করা উচিত নয়, যেটা বাবা-মা সামনে থাকলে তুমি করতে পারবে না।

কর্মপরিকল্পনা

  • কেউ যদি তোমাকে যৌনসম্পর্ক করার প্রস্তাব দেয়, তা হলে তুমি কী করবে?

  • কোন কোন পরিস্থিতিতে তোমার জন্য না বলা অত্যন্ত কঠিন হতে পারে?

  • কীভাবে তুমি সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলতে পার?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার