গান ৬০
তিনি তোমায় সবল করবেন
১. ঈ-শ্বর যে-জ-ন্য এ-নে-ছেন স-ত্যে তো-মায়,
আঁ-ধার থে-কে চল-তে আ-লোর প-থে।
তো-মার ম-নের সেই বা-ঞ্ছা দে-খে-ছেন তি-নি,
যা চায় যাঃ-য়ের ইচ্-ছা পা-লন কর-তে।
কর-বে তাঁর ইচ্-ছা, ছি-ল তো-মার পণ;
হ-বেন তি-নি স-হায়, আ-গের ম-তন।
(কোরাস)
কি-নে-ছেন পু-ত্রের রক্-তে,
তু-মি তাঁর অ-ধি-কার।
তি-নি কর-বেন স-বল,
হ-বেন স-হায় তো-মার।
ছাড়-বেন না, দে-বেন নির্-দেশ
তো-মায় যে প্র-তি-বার।
তি-নি কর-বেন স-বল,
হ-বেন স-হায় তো-মার।
২. তো-মা-রই ত-রে কর-লেন দান নিজ পু-ত্র-কে;
হ-তে পা-রো যে-ন তু-মি স-ফল।
প্রি-য় পু-ত্রের এই বর দি-লেন নি-জের ইচ্-ছায়,
তাই ভে-বো না যে তাঁর শক্-তি নিষ্-ফল।
তো-মার বি-শ্বাস ও প্রেম স্ম-র-ণে তাঁর;
ভো-লেন না কাউ-কে, যত্-ন নেন স-বার।
(কোরাস)
কি-নে-ছেন পু-ত্রের রক্-তে,
তু-মি তাঁর অ-ধি-কার।
তি-নি কর-বেন স-বল,
হ-বেন স-হায় তো-মার।
ছাড়-বেন না, দে-বেন নির্-দেশ
তো-মায় যে প্র-তি-বার।
তি-নি কর-বেন স-বল,
হ-বেন স-হায় তো-মার।
(আরও দেখুন, রোমীয় ৮:৩২; ১৪:৮, ৯; ইব্রীয় ৬:১০; ১ পিতর ২:৯.)