ক্ষেত্রে থাকার সময়ে বিচক্ষণতার সঙ্গে কাজ করা
১ কীভাবে পরিচর্যা সম্পন্ন করতে হবে, সেই বিষয়ে খ্রিস্ট যিশু তাঁর শিষ্যদের ব্যবহারিক ও ভারসাম্যপূর্ণ নির্দেশাবলি প্রদান করেছিলেন। তিনি জানতেন যে, পরিবর্তিত পরিস্থিতিগুলোতে তাদের পদ্ধতিগুলো পরিবর্তন করার প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ, তিনি যখন প্রথম তাঁর বারো জন শিষ্যকে পাঠিয়েছিলেন, তখন তাদেরকে মথি ১০:৯, ১০ পদে লিপিবদ্ধ নির্দেশাবলি প্রদান করেছিলেন। (লূক ৯:৩) সেই সময়ে, এটা একেবারে উপযুক্ত পরামর্শ ছিল। কিন্তু, তারা যে-পরিস্থিতিতে প্রচার করত, তা পরে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তাদের পরিচর্যার প্রতি তেমন একটা অনুকূল সাড়া পাওয়া যায়নি আর তাই লূক ২২:৩৫-৩৭ পদে আমরা তাঁর পরিবর্তিত নির্দেশাবলি পাই। আজকে আমাদের পরিচর্যা সম্পন্ন করার সময় আমাদেরও একই ধরনের নমনীয়তা প্রদর্শন করতে হবে।
২ আমাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা এবং যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা। যিহোবার আশীর্বাদ তাঁর দাসদের উদ্যোগী কাজে স্পষ্ট প্রমাণিত হয়েছে। কিন্তু, সমস্ত লোকই আমাদের উদ্দেশ্য বুঝতে পারে না কিংবা শান্তির বার্তা গ্রহণও করতে চায় না। অবশ্য, শয়তান দিয়াবল চায় না যে, সুসমাচার প্রচারিত হোক আর তাই সে বিরোধিতাকে উসকে দেয়। (১ পিতর ৫:৮; প্রকা. ১২:১২, ১৭) তাই, আমাদের বিচক্ষণ হতে হবে এবং সূক্ষ্ম বুদ্ধি বা ব্যবহারিক প্রজ্ঞা সহকারে কাজ করতে হবে, বিশেষভাবে যখন আমরা ঘরে ঘরে পরিচর্যায় রত থাকি। (হিতো. ৩:২১, ২২) এমনকি যদি আপনার এলাকায় সম্প্রতি বিরোধিতা না-ও এসে থাকে, তবুও সমস্যা এড়ানোর জন্য এভাবে কাজ করাটা প্রজ্ঞার কাজ হবে।—হিতো. ২২:৩.
৩ ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো: বই অধ্যয়ন ব্যবস্থা অনুসরণ করা নিশ্চিত করবে যে, ক্ষেত্রের পরিচর্যার দলগুলোকে তুলনামূলকভাবে ছোটো রাখা হয়েছে। এই ধরনের দলগুলো কোনো ভাই অথবা বোনের ঘরে মিলিত হতে পারে, তবে ঘরটা যেন চরমপন্থী বা গোঁড়া ধর্মীয় মনোভাবাপন্ন জায়গা বলে পরিচিত জায়গায় কিংবা এর কাছাকাছি এলাকায় না হয়। যদি সভার জন্য তত বেশি জায়গা না পাওয়া যায়, তাহলে কিংডম হল ব্যবহার করা বিজ্ঞতার কাজ হতে পারে কারণ লোকেরা সেই জায়গা থেকে আমাদের প্রায়ই আসা-যাওয়া করতে দেখে। অথবা যে-এলাকায় কাজ করা হবে, সেই এলাকার বাইরে কোনো সর্বসাধারণের জায়গায় মিলিত হওয়া যেতে পারে। ক্ষেত্রের পরিচর্যার এলাকা ত্যাগ করার আগে সমস্ত ব্যবস্থা সম্বন্ধে স্পষ্টভাবে জানানো উচিত, যাতে প্রত্যেক জোড়া প্রকাশক যে-এলাকায় কাজ করা হবে, সেখানে নীরবে প্রবেশ করতে পারে। প্রচারের এলাকায় জড়ো হওয়া, জোরে জোরে কথা বলা অথবা সেখানে আমাদের উপস্থিতির প্রতি অযথা মনোযোগ আকর্ষণ করে এমনকিছু করা বিজ্ঞতার কাজ হবে না। ব্যক্তিগত যানবাহনগুলো এলাকার বাইরে কাছাকাছি জায়গায় পার্ক করা যেতে পারে, যাতে সেগুলো কোনো ধরনের উচ্ছৃঙ্খল প্রকৃতির লোকেদের মনোযোগ আকর্ষণ না করে।
৪ লক্ষ রাখুন, আপনার চারপাশের পরিস্থিতি সম্বন্ধে সচেতন হোন: এইরকম দেখা গিয়েছে যে, বিরোধিতার ঘটনাগুলো, যেগুলো কোনো জনতাকে প্রকাশকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পরিচালিত করে, সেগুলো কেবল একজন ব্যক্তির মাধ্যমেই শুরু হয়, যিনি আমাদের পরিচর্যার সময়ে পর্যবেক্ষণ করেন আর তারপর জনতাকে জড়ো করেন। এই ধরনের পরিস্থিতিগুলো এড়ানোর জন্য সম্ভাব্য উপায় হিসেবে প্রচার করার সময় সতর্ক থাকুন এবং লক্ষ রাখুন। একজন গৃহকর্তার কাছে উপস্থাপনা করার সময় সেই বিষয় থেকে মনোযোগ বিক্ষিপ্ত না করেই, যে-প্রকাশক কথা বলছেন না, তার উচিত চারপাশে কী ঘটছে সেই বিষয়ে লক্ষ রাখা। (মথি ১০:১৬) যদি দেখা যায়, কোনো ব্যক্তি বিশেষভাবে আপনাকে লক্ষ করেই কথা বলছে বলে মনে হয়, হতে পারে আপনার দিকে তাকিয়ে মোবাইল ফোনে কথা বলছে, তাহলে আলোচনা শেষ করে নীরবে সেই এলাকা ত্যাগ করাই সবচেয়ে ভাল হবে। (হিতো. ১৭:১৪) আগে থেকেই বিকল্প কোনো এলাকার ব্যবস্থা করে রাখা যেতে পারে, যেখানে তখন কাজ করা যাবে। এভাবে কাজ করার জন্য যেহেতু পরিপক্বতা ও প্রজ্ঞার প্রয়োজন, তাই নতুন প্রকাশকদের সবসময় আরও অভিজ্ঞ প্রকাশকদের সঙ্গে কাজ করা ভাল হবে।
৫ পরিপাটী, তবে চোখে পড়ার মতো নয়: পরিচর্যার সময়ে বিচক্ষণতার সঙ্গে কাজ করার এবং নিজেদের প্রতি অযথা মনোযোগ আকর্ষণ না করার সঙ্গে আমাদের বেশভূষাও জড়িত। আমাদের পোশাক-আশাক ও সাজসজ্জা সবসময় পরিপাটী, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মার্জিত হবে। তবে, আমরা যে-এলাকায় বাস করি, সেখানকার সাধারণ পোশাক-আশাক পরাই শাস্ত্রীয়ভাবে উপযুক্ত। আমরা নিজেদেরকে লক্ষণীয়ভাবে আলাদা ব্যক্তি হিসেবে মনোযোগ আকর্ষণ করাতে চাই না, সম্ভবত বেশভূষায় বিদেশি হিসেবে তুলে ধরার মাধ্যমে আমাদের বার্তা সম্বন্ধে ভুল ধারণার উদ্রেক করতে চাই না। যিশু স্পষ্টতই তাঁর সময়ের লোকেদের মতোই পোশাক-আশাক পরতেন কারণ তাঁকে শনাক্ত করার জন্য যিহূদার তাঁকে চুম্বন করতে হয়েছিল। যিশু তাঁর পোশাক-আশাকের দ্বারা অন্যদের চোখে পড়েননি। (মথি ২৬:৪৮; মার্ক ১৪:৪৪) তাই, প্রত্যেকে এই বিষয়টা বিবেচনা করতে পারে। ওপরে উল্লেখিত নীতি ও মন্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেউ যদি কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, তাহলে অন্যদের উচিত এই ধরনের ব্যক্তিগত বাছাইগুলোকে সম্মান করা। আমাদের পরিচর্যায় আমরা কোনো বিষয়ে ব্যাঘাত জন্মাই না।—২ করি. ৬:৩.
৬ পরিচর্যায় রত থাকার সময় বিচক্ষণতার সঙ্গে কাজ করা আমাদেরকে সম্ভাব্য সমস্যাগুলো কমাতে সক্ষম করবে। এমনকি যদিও আমরা এই সংকটপূর্ণ শেষকালে বাস করছি, তবুও এভাবে আমরা যিহোবার প্রশংসা ও গৌরব করার জন্য তাঁর ইচ্ছা পালন করে যেতে সমর্থ হব।