ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/১০ পৃষ্ঠা ২-৩
  • আপনাকে লক্ষ করার দ্বারা অন্যেরা কী শেখে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনাকে লক্ষ করার দ্বারা অন্যেরা কী শেখে?
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি আপনার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • যিশুর স্থাপিত উদাহরণ অনুসরণ করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—নতুন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করা
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/১০ পৃষ্ঠা ২-৩

আপনাকে লক্ষ করার দ্বারা অন্যেরা কী শেখে?

১ যিশু বলেছিলেন: “আমার সঙ্গে আমার জোয়ালের নীচে এসো এবং আমার কাছ থেকে শেখো।” (মথি ১১:২৯, পাদটীকা, NW) স্পষ্টতই, শুধুমাত্র তাঁর কথার দ্বারাই নয় কিন্তু সেইসঙ্গে এক উত্তম উদাহরণ স্থাপন করার দ্বারা তিনি অন্যদের শিক্ষা দিয়েছিলেন। যিশুকে লক্ষ করার দ্বারা শিষ্যরা যা শিখেছিল, সেই সম্বন্ধে চিন্তা করুন। তিনি কোমল, সদয় এবং প্রেমময় ছিলেন। (মথি ৮:১-৩; মার্ক ৬:৩০-৩৪) তিনি অকৃত্রিমভাবে নম্র ছিলেন। (যোহন ১৩:২-৫) শিষ্যরা যখন যিশুর সঙ্গে পরিচর্যায় গিয়েছিল, তখন তারা দেখেছিল যে, তিনি ছিলেন এমন একজন অক্লান্ত কর্মী, যিনি অন্যদের সত্য শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কার্যকারী ছিলেন। (লূক ৮:১; ২১:৩৭, ৩৮) কীভাবে অন্যেরা পরিচর্যায় আমাদেরকে লক্ষ করার দ্বারা প্রভাবিত হয়?

২ গৃহকর্তারা: আমাদের মার্জিত পোশাক-আশাক, উত্তম আচরণ এবং লোকেদের প্রতি আন্তরিক ব্যক্তিগত আগ্রহ গৃহকর্তাদের ওপর এক জোরালো প্রভাব ফেলতে পারে। (২ করি. ৬:৩; ফিলি. ১:২৭) তারা লক্ষ করে যে, আমরা বার বার বাইবেল ব্যবহার করি। অন্যেরা এটা দেখে প্রভাবিত হয় যে, তারা যখন কথা বলে, তখন আমরা সম্মানপূর্বক তা শুনি। এই ক্ষেত্রগুলোতে, এক উত্তম উদাহরণ স্থাপন করা রাজ্যের বার্তার প্রতি লোকেদেরকে যেভাবে আকৃষ্ট করতে পারে, সেটাকে কখনো হালকা করে দেখবেন না।

৩ আমাদের ভাই-বোনেরা: এ ছাড়া, আমরা আমাদের ভাই-বোনদের ওপর যে-ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সেই সম্বন্ধেও চিন্তা করুন। পরিচর্যার প্রতি আমাদের উদ্যোগ অন্যদেরও উদ্যোগী করে তোলে। লোহা যেমন লোহাকে সতেজ করে, তেমনি ভালোভাবে প্রস্তুত করা আমাদের উপস্থাপনা অন্যদেরকে সুসমাচার প্রচার করার ব্যাপারে তাদের দক্ষতাকে উন্নত করতে উৎসাহিত করে। (হিতো. ২৭:১৭) যারা আগ্রহ দেখায় তাদের সঠিক রেকর্ড রাখার ব্যাপারে আমাদের অধ্যবসায়ী হওয়া আর তারপর দেরি না করে তাদের কাছে ফিরে যাওয়া, অন্যদেরকেও একই বিষয় করার জন্য অনুপ্রাণিত করতে সাহায্য করে। পরিচর্যায় আমরা যে-কৌশলতা এবং বিচক্ষণতা প্রদর্শন করি, তা অন্যদেরকেও সেই একই গুণাবলি প্রদর্শন করতে উৎসাহিত করে। আমাদের পরিচর্যাকে সম্পূর্ণভাবে সম্পন্ন করার দ্বারা আমরা আমাদের সহকর্মীদের ওপর এক গঠনমূলক প্রভাব ফেলব।—২ তীম. ৪:৫.

৪ আপনি যা করেন ও বলেন এবং যেভাবে আপনি আপনার উদাহরণের দ্বারা অন্যদের প্রভাবিত করেন, মাঝেমধ্যে তা বিশ্লেষণ করুন না কেন? আমাদের উত্তম উদাহরণ যিহোবাকে খুশি করবে এবং প্রেরিত পৌলের অনুভূতিকে প্রতিধ্বনিত করতে আমাদেরকে সমর্থ করবে, যিনি ঘোষণা করেছিলেন: “যেমন আমিও খ্রীষ্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।”—১ করি. ১০:৩৪.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. যিশুকে লক্ষ করার দ্বারা তাঁর শিষ্যরা কী শিখেছিল?

২. কীভাবে পরিচর্যায় আমাদের উত্তম বেশভূষা ও আচরণ গৃহকর্তাদের ওপর এক উত্তম প্রভাব ফেলে?

৩. আমাদের ভাই-বোনদের ওপর আমরা কোন ইতিবাচক প্রভাব ফেলতে পারি?

৪. কেন আমাদের মাঝেমধ্যে নিজেদের উদাহরণ বিশ্লেষণ করা উচিত?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার