গান ৩১
যিহোবার সাক্ষি মোরা!
১. মা-নুষ পূ-জে কাঠ, পা-থর,
চে-নে না স-ত্য ঈ-শ্বর।
তি-নিই যে প-রাৎ-পর,
দে-খান নি-রন্তর।
অ-ন্য যে-সব দে-ব-তা,
জা-নে না কাল-কের ক-থা।
কেউ ক-রে না তা-দের সা-ক্ষ্য-দান,
নেই যে কা-রো শক্-তির প্র-মাণ।
(কোরাস)
যি-হো-বার সা-ক্ষি মো-রা,
নেই ভয় বল-তে স-ত্য যা।
ভাব-বা-ণী স-ত্য দেন মো-দের যাঃ,
পূর্-ণ হ-বেই তাঁর ক-থা।
২. ঈ-শ-নাম ক-রি প্র-চার,
সা-ক্ষ্য দিই সু-নাম যে তাঁর।
ক-রি রা-জ্যের বার্-তা
নির্-ভ-য়ে প্র-চার।
লো-কে তাই বুঝ-তে পা-রে,
স-ত্য যে স্বা-ধীন ক-রে।
তা-রাও মো-দের সু-রে সুর মে-লায়,
সঙ্-গী হয় ঈ-শ-প্র-শং-সায়।
(কোরাস)
যি-হো-বার সা-ক্ষি মো-রা,
নেই ভয় বল-তে স-ত্য যা।
ভাব-বা-ণী স-ত্য দেন মো-দের যাঃ,
পূর্-ণ হ-বেই তাঁর ক-থা।
৩. সা-ক্ষ্য দূর ক-রে দুর্-নাম,
আ-নে তা যাঃ-য়ের সু-নাম।
দুষ্-ট-কে দেয় চে-তন,
ক-রে যে বদ-নাম
দেয় লোক-দের ক্ষ-মার সু-যোগ,
য-দি তা-রা ফে-রায় মুখ।
সা-ক্ষ্য-দান আ-নে শান্তি ও সুখ,
আ-শা-কে ক-রে না বি-মুখ।
(কোরাস)
যি-হো-বার সা-ক্ষি মো-রা,
নেই ভয় বল-তে স-ত্য যা।
ভাব-বা-ণী স-ত্য দেন মো-দের যাঃ,
পূর্-ণ হ-বেই তাঁর ক-থা।
(আরও দেখুন, যিশা. ৩৭:১৯; ৫৫:১১; যিহি. ৩:১৯.)