ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ২ পৃষ্ঠা ৫
  • পরমদেশ হারিয়ে যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরমদেশ হারিয়ে যায়
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরমদেশে জীবন কেমন ছিল?
    ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন
  • আদম ও হবা যিহোবার অবাধ্য হন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • প্রথম মানব দম্পতির কাছ থেকে আমরা যা শিখতে পারি
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক কষ্টকর জীবন শুরু হয়
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ২ পৃষ্ঠা ৫
হবা নিষিদ্ধ বৃক্ষের ফল স্পর্শ করছে

খণ্ড ২

পরমদেশ হারিয়ে যায়

একজন বিদ্রোহী স্বর্গদূত প্রথম নারী-পুরুষ আদম ও হবাকে ঈশ্বরের শাসন প্রত্যাখ্যান করার জন্য প্ররোচিত করে। ফল স্বরূপ, পাপ ও মৃত্যু জগতে প্রবেশ করে

মানুষকে সৃষ্টি করার বহু আগে ঈশ্বর অনেক অদৃশ্য আত্মিক প্রাণী—স্বর্গদূত—সৃষ্টি করেছিলেন। এদনে এক বিদ্রোহী স্বর্গদূত, যে শয়তান দিয়াবল হিসেবে পরিচিত হয়ে উঠেছিল, সে ধূর্ততার সঙ্গে হবাকে সেই বৃক্ষের ফল খেতে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, যে-বৃক্ষের ফল ঈশ্বর তাদের খেতে নিষেধ করেছিলেন।

একটা সর্পের মাধ্যমে কথা বলার ভান করে শয়তান ইঙ্গিত দিয়েছিল যে, ঈশ্বর সেই নারী ও তার স্বামীকে কাঙ্ক্ষিত কোনো কিছু থেকে বঞ্চিত করছিলেন। সেই স্বর্গদূত হবাকে বলেছিল যে, সে ও তার স্বামী যদি নিষিদ্ধ বৃক্ষের ফল খায়, তাহলে তারা মারা যাবে না। এভাবে শয়তান অভিযোগ করেছিল যে, ঈশ্বর তাঁর মানব সন্তানদের কাছে মিথ্যা বলছেন। সেই প্রতারক ঈশ্বরের প্রতি অবাধ্যতাকে এমন এক আকর্ষণীয় পথ হিসেবে উপস্থাপন করেছিল, যা বিশেষ জ্ঞান ও স্বাধীনতার দিকে পরিচালিত করবে। কিন্তু তা একেবারেই মিথ্যা ছিল—বস্তুতপক্ষে, পৃথিবীতে সর্বকালের মধ্যে বলা প্রথম মিথ্যা। মূল বিচার্য বিষয়টার সঙ্গে জড়িত ঈশ্বরের সার্বভৌমত্ব বা সর্বোচ্চ শাসন—ঈশ্বরের শাসন করার অধিকার আছে কি না এবং তিনি ধার্মিক উপায়ে ও তাঁর প্রজাদের সর্বোত্তম মঙ্গলের জন্য শাসন করেন কি না।

হবা শয়তানের মিথ্যাকে বিশ্বাস করেছিল। সে সেই ফলটার জন্য লালসা করতে শুরু করেছিল আর এরপর সত্যি সত্যিই সেই ফল খেয়েছিল। পরে সে তার স্বামীকে কিছুটা দিয়েছিল আর সেও তা খেয়েছিল। এভাবে তারা পাপী হয়ে গিয়েছিল। আপাতদৃষ্টিতে সাধারণ বলে মনে হওয়া এই কাজটা আসলে ছিল বিদ্রোহের এক প্রকাশ। স্বেচ্ছায় ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হওয়া বেছে নেওয়ার দ্বারা আদম ও হবা সেই সৃষ্টিকর্তার শাসনকে প্রত্যাখ্যান করেছিল, যিনি তাদেরকে সিদ্ধ জীবনসহ সমস্ত কিছু দিয়েছিলেন।

সেই বংশ “তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।”—আদিপুস্তক ৩:১৫

ঈশ্বর বিদ্রোহীদের কাছ থেকে তাদের কাজের জন্য নিকাশ নিয়েছিলেন। তিনি প্রতিজ্ঞাত বংশ বা উদ্ধারকর্তার আসার বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, যিনি সর্প দ্বারা চিত্রিত শয়তানকে ধ্বংস করবেন। ঈশ্বর আদম ও হবার ওপর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টা কিছু সময়ের জন্য স্থগিত রেখেছিলেন আর এভাবে তাদের অজাত বংশধরদের প্রতি করুণা দেখিয়েছিলেন। সেই সন্তানদের আশার এক ভিত্তি থাকবে কারণ ঈশ্বর যাঁকে পাঠাবেন, তিনি সেই দুঃখজনক পরিণতিগুলো দূর করবেন, যেগুলো এদনে বিদ্রোহের ফলে এসেছিল। এই ভবিষ্যৎ পরিত্রাতার বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্য ঠিক কীভাবে পরিপূর্ণ হবে—আর প্রেরিত ব্যক্তি কে হবেন—তা বাইবেল লেখার অগ্রগতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে প্রকাশিত হয়েছিল।

ঈশ্বর আদম ও হবাকে পরমদেশ থেকে বের করে দিয়েছিলেন। এদন উদ্যানের বাইরের ভূমি থেকে জীবনযাপনের প্রয়োজনীয় বিষয়গুলো লাভ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলার ও পরিশ্রম করার দরকার হয়েছিল। এরপর হবা গর্ভবতী হয়েছিল এবং আদম ও হবার প্রথম সন্তান কয়িনের জন্ম দিয়েছিল। এই দম্পতির আরও ছেলে-মেয়ে হয়েছিল, যাদের মধ্যে ছিল হেবল এবং নোহের পূর্বপুরুষ শেথ।

—আদিপুস্তক ৩ থেকে ৫ অধ্যায়; প্রকাশিত বাক্য ১২:৯ পদের ওপর ভিত্তি করে।

  • প্রথম মিথ্যা কী ছিল আর কে তা বলেছিল?

  • কীভাবে আদম ও হবা পরমদেশ হারিয়েছিল?

  • ঈশ্বর যখন বিদ্রোহীদের কাছ থেকে তাদের কাজের জন্য নিকাশ নিয়েছিলেন, তখন তিনি আশার কোন ভিত্তি প্রদান করেছিলেন?

অসিদ্ধতা ও মৃত্যু

ঈশ্বর আদম ও হবাকে সিদ্ধ মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন, যাদের পরমদেশে অনন্তকাল বেঁচে থাকার প্রত্যাশা ছিল। তারা যখন ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন তারা পাপ করেছিল। এর ফলে আদম ও হবা সিদ্ধতা হারিয়েছিল এবং জীবনের উৎস যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছিল। সেই সময় থেকে তারা এবং তাদের সমস্ত অসিদ্ধ বংশধর পাপ ও এর পরিণতি স্বরূপ মৃত্যুকে এড়াতে পারেনি।—রোমীয় ৫:১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার