ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ১৬ পৃষ্ঠা ১৯
  • মশীহের আগমন ঘটে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মশীহের আগমন ঘটে
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তারা মশীহের অপেক্ষায় ছিল
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিশু খ্রিস্ট কে?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • মশীহ! পরিত্রাণের জন্য ঈশ্বরের মাধ্যম
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যীশু খ্রীষ্ট—ঈশ্বরবিষয়ক জ্ঞানের চাবি
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ১৬ পৃষ্ঠা ১৯
যোহন যিশুকে বাপ্তিস্ম দেন

খণ্ড ১৬

মশীহের আগমন ঘটে

যিহোবা নাসরতের যিশুকে দীর্ঘ প্রতিজ্ঞাত মশীহ হিসেবে শনাক্ত করেন

যিহোবা কি মশীহকে শনাক্ত করার জন্য লোকেদের সাহায্য করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। ঈশ্বর কী করেছিলেন, তা বিবেচনা করুন। সেই সময়টা ছিল ইব্রীয় শাস্ত্র লেখা সমাপ্ত হওয়ার প্রায় চার শতাব্দী পর। গালীলের উত্তরাঞ্চলে নাসরৎ নামক এক নগরে, মরিয়ম নামে একজন যুবতী সবচেয়ে অপ্রত্যাশিত এক সাক্ষাৎ লাভ করেছিলেন। গাব্রিয়েল নামে এক স্বর্গদূত তার সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন যে, যদিও তিনি একজন কুমারী কিন্তু তাকে গর্ভধারণ করে এক পুত্রসন্তান জন্ম দেওয়ার জন্য ঈশ্বর তাঁর সক্রিয় শক্তি অর্থাৎ তাঁর পবিত্র আত্মাকে ব্যবহার করতে যাচ্ছেন। এই পুত্রই হবেন সেই দীর্ঘ প্রতিজ্ঞাত রাজা, যিনি অনন্তকাল শাসন করবেন! এই সন্তান হবেন স্বয়ং ঈশ্বরের পুত্র, যাঁর জীবন ঈশ্বর স্বর্গ থেকে মরিয়মের গর্ভে স্থানান্তরিত করবেন।

মরিয়ম নম্রভাবে অতীব গুরুত্বপূর্ণ ও সম্মাননীয় সেই কার্যভার গ্রহণ করেছিলেন। যোষেফ নামে এক সূত্রধর, যিনি মরিয়মের ভাবী স্বামী, তার কাছে ঈশ্বর একজন স্বর্গদূতকে পাঠিয়ে মরিয়মের গর্ভবতী হওয়ার কারণ সম্বন্ধে আশ্বস্ত করার পর তিনি মরিয়মকে বিয়ে করেছিলেন। তবে সেই ভবিষ্যদ্‌বাণী সম্বন্ধে কী বলা যায়, যেটা বলেছিল যে, মশীহ বৈৎলেহমে জন্মগ্রহণ করবেন? (মীখা ৫:২) সেই ছোট্ট নগর প্রায় ১৪০ কিলোমিটার দূরে ছিল!

একজন রোমীয় শাসক আদেশ জারি করেছিলেন যে, লোকগণনা করা হবে। লোকেদেরকে তাদের নিজ নিজ নগরে গিয়ে নাম লেখাতে আদেশ দেওয়া হয়েছিল। মনে হয় যোষেফ ও মরিয়ম দুজনেই বৈৎলেহমের ছিল আর তাই যোষেফ তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছিলেন। (লূক ২:৩) মরিয়ম একটা সাধারণ আস্তাবলে সন্তান প্রসব করেছিলেন, শিশুটিকে একটা যাবপাত্রে শুইয়ে রেখেছিলেন। এরপর ঈশ্বর এক স্বর্গদূতকে পাহাড়ের পার্শ্বে একদল মেষপালকের কাছে এই কথা বলার জন্য পাঠিয়েছিলেন যে, সবেমাত্র জন্মগ্রহণ করা শিশুটিই প্রতিজ্ঞাত মশীহ বা খ্রিস্ট।

পরে, অন্যেরাও সাক্ষ্য দিয়েছিল যে, যিশুই ছিলেন প্রতিজ্ঞাত মশীহ। ভাববাদী যিশাইয় ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, মশীহের অতীব গুরুত্বপূর্ণ কাজের জন্য পথ প্রস্তুত করতে একজন ব্যক্তির উদয় হবে। (যিশাইয় ৪০:৩) সেই অগ্রদূত ছিলেন যোহন বাপ্তাইজক। তিনি যখন মনুষ্য যিশুকে দেখেছিলেন, তখন সবিস্ময়ে বলে উঠেছিলেন: “ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান।” যোহনের কিছু শিষ্য সঙ্গেসঙ্গেই যিশুকে অনুসরণ করেছিল। তাদের মধ্যে একজন বলেছিলেন: “আমরা মশীহের দেখা পাইয়াছি।”—যোহন ১:২৯, ৩৬, ৪১.

আরও সাক্ষ্য দেওয়া হয়েছিল। যোহন যখন যিশুকে বাপ্তাইজিত করেছিলেন, তখন যিহোবা নিজে স্বর্গ থেকে কথা বলেছিলেন। পবিত্র আত্মার মাধ্যমে তিনি যিশুকে মশীহ হিসেবে নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন: “ইনিই আমার প্রিয় পুত্ত্র, ইঁহাতেই আমি প্রীত।” (মথি ৩:১৬, ১৭) দীর্ঘ প্রতিজ্ঞাত মশীহের আগমন ঘটেছিল!

এটা কখন ঘটেছিল? সা.কা. ২৯ সালে, ঠিক যখন দানিয়েলের ভবিষ্যদ্‌বাণীকৃত ৪৮৩ বছর শেষ হয়েছিল। হ্যাঁ, এটা হল সেই অকাট্য প্রমাণের অংশ যে, যিশুই হলেন মশীহ বা খ্রিস্ট। তবে, পৃথিবীতে থাকাকালীন তিনি কোন বার্তা ঘোষণা করেছিলেন?

—মথি ১ থেকে ৩ অধ্যায়; মার্ক ১ অধ্যায়; লূক ২ অধ্যায়; যোহন ১ অধ্যায়ের ওপর ভিত্তি করে।

  • যিশুকে মশীহ হিসেবে শনাক্ত করার জন্য যিহোবা কীভাবে স্বর্গদূতদের ব্যবহার করেছিলেন?

  • যিশুকে মশীহ হিসেবে নির্দেশ করার জন্য ঈশ্বর কীভাবে যোহন বাপ্তাইজককে ব্যবহার করেছিলেন?

  • কীভাবে যিহোবা নিজে তাঁর পুত্রকে মশীহ হিসেবে শনাক্ত করেছিলেন?

কোন অর্থে ঈশ্বরের পুত্র?

যিহোবা হলেন যিশুর পিতা—কিন্তু সেভাবে নয়, যেভাবে মানব পিতারা হয়ে থাকে। যিশুর অস্তিত্ব কোনো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয়নি—তাঁকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। বস্তুতপক্ষে, তিনিই ছিলেন প্রথম ব্যক্তি, যাঁকে যিহোবা সৃষ্টি করেছিলেন। (কলসীয় ১:১৫-১৭) যেহেতু যিশুকে সৃষ্টি করার মাধ্যমে যিহোবা তাঁকে জীবন দিয়েছিলেন, তাই যিহোবাকে যিশুর পিতা বলা যেতে পারে। এই আত্মিক পুত্রকে সৃষ্টি করার পর, ভৌত নিখিলবিশ্বসহ অন্য সমস্তকিছু অস্তিত্বে আনার জন্য যিহোবা তাঁকে “কার্য্যকারী [‘দক্ষ কর্মী,’ বাংলা ইজি-টু-রিড ভারসন]” হিসেবে ব্যবহার করেছিলেন।—হিতোপদেশ ৮:৩০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার