ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • fg পাঠ ৪ ১-৫
  • যিশু খ্রিস্ট কে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু খ্রিস্ট কে?
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু খ্রিস্ট কে?
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যীশু খ্রীষ্ট কে?
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • যিশু নিজের জীবন দিয়ে কীভাবে আমাদের রক্ষা করেছেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • মানবজাতির পরিত্রাণের জন্য ঈশ্বর যা করেছেন
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
আরও দেখুন
ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
fg পাঠ ৪ ১-৫

পাঠ ৪

যিশু খ্রিস্ট কে?

১. যিশুর জীবন কীভাবে শুরু হয়েছিল?

১. স্বর্গে যিশু; ২. মরিয়ম ও যোষেফের সগ শিশু যিশু; ৩. যিশু ছলে-মেয়েদের শিক্ষা দিচ্ছন

কোন গুণাবলি যিশুকে বন্ধুত্বপরায়ণ করে তুলেছিল? —মথি ১১:২৯; মার্ক ১০:১৩-১৬.

সকল মানুষের মধ্যে যিশুই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে স্বর্গে একজন আত্মিক ব্যক্তি হিসেবে বাস করতেন। (যোহন ৮:২৩) তিনি ছিলেন ঈশ্বরের প্রথম সৃষ্টি আর তিনিই অন্য সমস্তকিছু সৃষ্টি করায় সাহায্য করেছিলেন। তিনিই হলেন একমাত্র ব্যক্তি, যাঁকে যিহোবা সরাসরি সৃষ্টি করেছিলেন আর তাই উপযুক্তভাবেই তাঁকে ‘একজাত’ পুত্র বলা হয়। (যোহন ১:১৪) যিশু ঈশ্বরের মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন, তাই তাঁকে ‘বাক্যও’ বলা হয়।—পড়ুন, হিতোপদেশ ৮:২২, ২৩, ৩০; কলসীয় ১:১৫, ১৬.

২. যিশু কেন পৃথিবীতে এসেছিলেন?

ঈশ্বর স্বর্গ থেকে তাঁর পুত্রের জীবনকে মরিয়ম নামে একজন যিহুদি কুমারীর গর্ভে স্থানান্তরিত করার মাধ্যমে তাঁকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাই, যিশুর কোনো মানব পিতা ছিল না। (লূক ১:৩০-৩৫) যিশু এই কারণগুলোর জন্য পৃথিবীতে এসেছিলেন, (১) ঈশ্বর সম্বন্ধে সত্য শেখানোর জন্য, (২) এমনকী আমরা যখন বিভিন্ন কঠিন সমস্যার মধ্যে থাকি, তখন কীভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করা যায়, সেই ব্যাপারে উদাহরণ স্থাপন করার জন্য এবং (৩) নিজের সিদ্ধ জীবন “মুক্তির মূল্যরূপে” দেওয়ার জন্য।—পড়ুন, মথি ২০:২৮.

৩. কেন আমাদের মুক্তির মূল্যের প্রয়োজন?

মুক্তির মূল্য হল এমন মূল্য, যা একজন ব্যক্তিকে মৃত্যুর হুমকি থেকে মুক্ত করার জন্য প্রদান করা হয়। (যাত্রাপুস্তক ২১:২৯, ৩০) মৃত্যু এবং বার্ধক্য মানবজাতির জন্য ঈশ্বরের আদি উদ্দেশ্যের অংশ ছিল না। কীভাবে আমরা তা জানতে পারি? ঈশ্বর প্রথম মানুষ আদমকে বলেছিলেন যে, সে যদি এমন কিছু করে, যেটাকে বাইবেলে “পাপ” বলে অভিহিত করা হয়, তাহলে সে মারা যাবে। তাই, আদম যদি পাপ না করত, তাহলে সে কখনো মারা যেত না। (আদিপুস্তক ২:১৬, ১৭; ৫:৫) বাইবেল অনুসারে, আদমের মাধ্যমে মানবজাতির মধ্যে মৃত্যু “প্রবেশ করিল।” এভাবে, আদম তার বংশধরদের মধ্যে পাপ এবং এর দণ্ড স্বরূপ মৃত্যু দিয়েছিল। আদমের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত মৃত্যুদণ্ডের হাত থেকে আমাদেরকে মুক্ত করার জন্য মুক্তির মূল্যের প্রয়োজন।—পড়ুন, রোমীয় ৫:১২; ৬:২৩.

আমাদেরকে মৃত্যু থেকে মুক্ত করার জন্য কে মুক্তির মূল্য প্রদান করতে পারত? আমরা যখন মারা যাই, তখন আমরা কেবল আমাদের নিজেদের পাপের দণ্ড পরিশোধ করি। কোনো অসিদ্ধ মানুষই অন্যদের জন্য পাপের মূল্য পরিশোধ করতে পারে না।—পড়ুন, গীতসংহিতা ৪৯:৭-৯.

৪. যিশু কেন মারা গিয়েছিলেন?

যিশু একটা যাতনাদডর ওপর মৃত্যুবরণ করছন, পরবর্তীতে পুনরুত্থিত হয়ে স্বর্গে রাজা হিসেবে শাসন করছন

যিশু আমাদের মতো অসিদ্ধ নন বরং তিনি ছিলেন সিদ্ধ ব্যক্তি। তাই, তাঁকে নিজের পাপের জন্য মারা যেতে হয়নি, কারণ তিনি কখনো কোনো পাপ করেননি। বরং, যিশুকে অন্যদের পাপের কারণে মৃত্যুবরণ করতে হয়েছিল। ঈশ্বর তাঁর পুত্রকে আমাদের জন্য মৃত্যুবরণ করতে পাঠানোর মাধ্যমে মানবজাতির প্রতি অসাধারণ প্রেম দেখিয়েছিলেন। যিশুও তাঁর পিতার বাধ্য হয়ে এবং আমাদের পাপের জন্য তাঁর জীবন দান করার মাধ্যমে আমাদের প্রতি প্রেম দেখিয়েছিলেন।—পড়ুন, যোহন ৩:১৬; রোমীয় ৫:১৮, ১৯.

কেন যিশু মারা গিয়েছিলেন? শিরোনামের ভিডিওটা দেখুন।

৫. যিশু এখন কী করছেন?

পৃথিবীতে থাকাকালীন যিশু অসুস্থদেরকে সুস্থ করেছিলেন, মৃতদেরকে পুনরুত্থিত করেছিলেন এবং লোকেদেরকে সমস্যা থেকে উদ্ধার করেছিলেন। এভাবে তিনি দেখিয়েছিলেন যে, ভবিষ্যতে সমস্ত বাধ্য মানবজাতির জন্য তিনি কী করবেন। (মথি ১৫:৩০, ৩১; যোহন ৫:২৮) যিশু মারা যাওয়ার পর, ঈশ্বর তাঁকে একজন আত্মিক ব্যক্তি হিসেবে পুনরুত্থিত করেছিলেন। (১ পিতর ৩:১৮) এরপর, যিশু সেই সময় পর্যন্ত ঈশ্বরের দক্ষিণে অপেক্ষা করেছিলেন, যতক্ষণ না যিহোবা তাঁকে সমস্ত পৃথিবীর ওপর শাসন করার ক্ষমতা প্রদান করেন। (ইব্রীয় ১০:১২, ১৩) বর্তমানে, যিশু স্বর্গে রাজা হিসেবে শাসন করছেন আর তাঁর অনুসারীরা পৃথিবীব্যাপী এই সুসমাচারই ঘোষণা করছে।—পড়ুন, দানিয়েল ৭:১৩, ১৪; মথি ২৪:১৪.

শীঘ্র, যিশু রাজা হিসেবে সমস্ত দুঃখকষ্ট শেষ করার এবং যারা সেই দুঃখকষ্টের জন্য দায়ী তাদেরকে ধ্বংস করার জন্য তাঁর শক্তি ব্যবহার করবেন। যে-সমস্ত লোকেরা যিশুর বাধ্য হওয়ার মাধ্যমে তাঁর প্রতি বিশ্বাস দেখিয়ে চলে, তারা সকলে এক পরমদেশ পৃথিবীতে জীবন উপভোগ করবে।—পড়ুন, গীতসংহিতা ৩৭:৯-১১.

আরও তথ্যের জন্য বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ৪ এবং ৫ অধ্যায় দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার