পাঠ ১০
কীভাবে আপনি সত্য উপাসনাকে শনাক্ত করতে পারেন?
১. সত্য ধর্ম কি কেবল একটাই?
“ভাক্ত ভাববাদিগণ হইতে সাবধান।”—মথি ৭:১৫.
যিশু তাঁর অনুসারীদেরকে কেবল একটা ধর্ম অর্থাৎ সত্য ধর্ম সম্বন্ধেই শিক্ষা দিয়েছিলেন। এটা এমন একটা পথ, যা অনন্তজীবনের দিকে নিয়ে যায়। যিশু বলেছিলেন: “অল্প লোকেই” সেই পথ “পায়।” (মথি ৭:১৪) ঈশ্বর কেবল সেই উপাসনাই গ্রহণ করেন, যা তাঁর সত্যের বাক্যের ওপর ভিত্তি করে। সমস্ত সত্য উপাসক একই বিশ্বাসে বিশ্বাসী।—পড়ুন, যোহন ৪:২৩, ২৪; ১৪:৬; ইফিষীয় ৪:৪, ৫.
ঈশ্বর কি সমস্ত ধরনের উপাসনা গ্রহণ করেন? শিরোনামের ভিডিওটা দেখুন।
২. মিথ্যা খ্রিস্টানদের সম্বন্ধে যিশু কী বলেছিলেন?
“তাহারা স্বীকার করে যে, ঈশ্বরকে জানে, কিন্তু কার্য্যে তাঁহাকে অস্বীকার করে।”—তীত ১:১৬.
যিশু সাবধান করে দিয়েছিলেন যে, মিথ্যা ভাববাদীরা খ্রিস্ট ধর্মকে কলুষিত করবে। ওপর ওপর দেখে মনে হতে পারে যে, তারা সত্য উপাসক। তাদের গির্জাগুলো নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে। কিন্তু, আপনি জানতে পারেন যে, তারা সত্য খ্রিস্টান নয়। কীভাবে? কেবলমাত্র সত্য উপাসনাই সেই প্রকৃত খ্রিস্টানদের গড়ে তুলতে পারে, যারা এমন উত্তম গুণাবলি প্রকাশ করে ও কাজ করে, যা লোকেরা শনাক্ত করতে পারে।—পড়ুন, মথি ৭:১৩-২৩.
৩. কীভাবে আপনি সত্য উপাসকদের শনাক্ত করতে পারেন?
পাঁচটি শনাক্তকারী চিহ্ন বিবেচনা করুন:
সত্য উপাসকরা বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসেবে সম্মান করে। তারা এতে লিখিত নীতি অনুযায়ী জীবনযাপন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। তাই, সত্য উপাসনা সেই ধর্ম থেকে আলাদা, যা মানব ধারণাগুলোর ওপর ভিত্তি করে হয়ে থাকে। (মথি ১৫:৭-৯) সত্য উপাসকরা এমন নয় যে, তারা প্রচার করে এক বিষয়, কিন্তু কাজে করে আরেক বিষয়।—পড়ুন, যোহন ১৭:১৭; ২ তীমথিয় ৩:১৬, ১৭.
যিশুর সত্য অনুসারীরা ঈশ্বরের নাম যিহোবার প্রতি সম্মান দেখিয়ে থাকে। যিশু ঈশ্বরের নাম জানানোর মাধ্যমে এর প্রতি সম্মান দেখিয়েছিলেন। তিনি লোকেদেরকে ঈশ্বরকে জানতে সাহায্য করেছিলেন এবং ঈশ্বরের নাম যেন পবিত্রীকৃত হয়, সেই বিষয়ে প্রার্থনা করতে শিখিয়েছিলেন। (মথি ৬:৯) আপনি যেখানে বাস করেন, সেখানকার কোন ধর্ম ঈশ্বরের নাম জানিয়ে থাকে?—পড়ুন, যাত্রাপুস্তক ৬:৩; যোহন ১৭:২৬.
সত্য খ্রিস্টানরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করে থাকে। ঈশ্বর রাজ্যের সুসমাচার প্রচার করার জন্য যিশুকে পাঠিয়েছিলেন। মানবজাতির জন্য ঈশ্বরের রাজ্যই হল একমাত্র আশা। যিশু মারা যাওয়ার আগে পর্যন্ত এই সম্বন্ধে কথা বলে গিয়েছিলেন। (লূক ৪:৪৩; ৮:১; ২৩:৪২, ৪৩) তিনি বলেছিলেন যে, তাঁর অনুসারীরা এই সম্বন্ধে প্রচার করবে। কেউ যদি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলার জন্য আপনার কাছে আসে, তাহলে তিনি সম্ভবত কোন ধর্মের অন্তর্ভুক্ত?—পড়ুন, মথি ২৪:১৪.
যিশুর অনুসারীরা এই দুষ্ট জগতের অংশ নয়। আপনি তাদেরকে শনাক্ত করতে পারেন কারণ তারা রাজনীতি বা কোনো সামাজিক দ্বন্দ্বে অংশ নেয় না। (যোহন ১৭:১৬; ১৮:৩৬) এ ছাড়া, তারা জগতের ক্ষতিকর অভ্যাস এবং মনোভাবগুলো অনুকরণ করে না।—পড়ুন, যাকোব ৪:৪.
সত্য খ্রিস্টানরা পরস্পরের প্রতি লক্ষণীয় প্রেম দেখিয়ে থাকে। ঈশ্বরের বাক্য থেকে তারা সমস্ত সাম্প্রদায়িক দলের প্রতি সম্মান দেখাতে শেখে। যদিও মিথ্যা ধর্মগুলো প্রায়ই বিভিন্ন জাতির মধ্যে সংগঠিত যুদ্ধবিগ্রহকে সমর্থন করে, কিন্তু সত্য উপাসকরা তা করতে প্রত্যাখ্যান করে। (মীখা ৪:১-৩) এর পরিবর্তে, সত্য খ্রিস্টানরা অন্যদের সাহায্য করার ও উৎসাহ দেওয়ার জন্য নিঃস্বার্থভাবে নিজেদের সময় এবং সম্পদ ব্যয় করে থাকে।—পড়ুন, যোহন ১৩:৩৪, ৩৫; ১ যোহন ৪:২০.
৪. আপনি কি সত্য ধর্ম শনাক্ত করতে পারেন?
কোন ধর্মের সমস্ত শিক্ষার ভিত্তি ঈশ্বরের বাক্য? কোন ধর্ম ঈশ্বরের নামের প্রতি সম্মান দেখায় এবং মানবজাতির একমাত্র আশা হিসেবে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ঘোষণা করে? কোন দল প্রেম দেখিয়ে চলে এবং যুদ্ধ পরিহার করে? আপনি কী মনে করেন?—পড়ুন, ১ যোহন ৩:১০-১২.