ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • fg পাঠ ১৩ ১-৪
  • ধর্ম সম্বন্ধে সুসমাচারটা কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধর্ম সম্বন্ধে সুসমাচারটা কী?
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ধর্মগুলো কীভাবে লোকদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • মিথ্যা উপাসনা থেকে দূরে থাকুন!
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ধর্মের নামে সংঘটিত মন্দ বিষয়গুলো কি শেষ হবে?
    ধর্মের নামে সংঘটিত মন্দ বিষয়গুলো কি শেষ হবে?
  • যে-উপাসনা ঈশ্বর অনুমোদন করেন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
আরও দেখুন
ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
fg পাঠ ১৩ ১-৪

পাঠ ১৩

ধর্ম সম্বন্ধে সুসমাচারটা কী?

১. সমস্ত ধর্মই কি সঠিক?

একজন ব্যক্তি বাইবেল পড়ছন

সমস্ত ধর্মের মধ্যে আন্তরিক ব্যক্তিরা রয়েছে। এটা একটা সুসমাচার যে, ঈশ্বর সেইসমস্ত লোকেদেরকে দেখেন এবং তাদের জন্য চিন্তা করেন। কিন্তু, দুঃখের বিষয় হল, ধর্মের নামে মন্দ বিষয়গুলো করা হচ্ছে। (২ করিন্থীয় ৪:৩, ৪; ১১:১৩-১৫) সংবাদ বিবৃতি অনুযায়ী, কিছু ধর্ম এমনকী সন্ত্রাসবাদ, গণহত্যা এবং শিশু নির্যাতনের সঙ্গে যুক্ত রয়েছে। ঈশ্বরের প্রতি আন্তরিক বিশ্বাস রয়েছে এমন ব্যক্তিদের জন্য এটা কতই না দুঃখজনক!—পড়ুন, মথি ২৪:৩-৫, ১১, ১২.

যেখানে সত্য ধর্ম ঈশ্বরের গৌরব নিয়ে আসে, সেখানে মিথ্যা ধর্ম তাঁকে অসন্তুষ্ট করে। এটা বাইবেল বহির্ভূত বিভিন্ন ধারণা সম্বন্ধে শিক্ষা দিয়ে থাকে, যেগুলোর মধ্যে ঈশ্বর এবং মৃত ব্যক্তিদের সম্বন্ধে বিভিন্ন মিথ্যা শিক্ষাও রয়েছে। কিন্তু, যিহোবা চান যেন লোকেরা তাঁর সম্বন্ধে সত্য জানতে পারে।—পড়ুন, উপদেশক ৯:৫, ১০; ১ তীমথিয় ২:৩-৫.

২. ধর্ম সম্বন্ধে সুসমাচারটা কী?

আনন্দের বিষয় হল যে, ঈশ্বর সেই ধর্মগুলোর দ্বারা প্রতারিত হন না, যেগুলো তাঁকে ভালোবাসে বলে দাবি করে, কিন্তু আসলে শয়তানের জগৎকে ভালোবাসে। (যাকোব ৪:৪) ঈশ্বরের বাক্য সমস্ত মিথ্যা ধর্মকে “মহতী বাবিল” বলে উল্লেখ করে। বাবিল ছিল সেই প্রাচীন নগর, যেখান থেকে নোহের দিনের জলপ্লাবনের পর মিথ্যা ধর্ম শুরু হয়েছিল। শীঘ্র, ঈশ্বর সেই ধর্মগুলোর ওপর আকস্মিক শেষ নিয়ে আসবেন, যেগুলো মানবজাতিকে প্রতারিত করে এবং তাদের ওপর কষ্ট নিয়ে আসে।—পড়ুন, প্রকাশিত বাক্য ১৭:১, ২, ৫, ১৬, ১৭; ১৮:৮.

আরও সুসমাচার রয়েছে। যিহোবা সেইসমস্ত আন্তরিক ব্যক্তির কথা ভুলে যান না, যারা পৃথিবীব্যাপী মিথ্যা ধর্মগুলোর মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তিনি এই ধরনের ব্যক্তিদেরকে সত্য শেখানোর মাধ্যমে একতাবদ্ধ করছেন।—পড়ুন, মীখা ৪:২, ৫.

৩. আন্তরিক ব্যক্তিদের কী করা উচিত?

একটা খস্টীয় সভার পর লোকেরা কথাবার্তা বলছ

সত্য ধর্ম লোকেদেরকে একতাবদ্ধ করছে

যিহোবা সেই ব্যক্তিদের জন্য চিন্তা করেন, যারা সত্য এবং সঠিক বিষয়কে ভালোবাসে। তিনি তাদেরকে জোরালো পরামর্শ দেন, যেন তারা মিথ্যা ধর্ম ত্যাগ করে। যে-লোকেরা ঈশ্বরকে ভালোবাসে, তারা তাঁকে খুশি করার জন্য বিভিন্ন বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক।—পড়ুন, প্রকাশিত বাক্য ১৮:৪.

প্রথম শতাব্দীতে যখন আন্তরিক ব্যক্তিরা প্রেরিতদের কাছ থেকে সুসমাচার শুনেছিল, তখন তারা আনন্দের সঙ্গে সাড়া দিয়েছিল। তারা যিহোবার কাছ থেকে আরও সুখী এক নতুন জীবনধারা সম্বন্ধে শিখেছে, যে-জীবনে এক উদ্দেশ্য ও আশা রয়েছে। বর্তমানে তারা আমাদের জন্য এক উত্তম উদাহরণ কারণ তারা জীবনে যিহোবাকে প্রথমে রাখার মাধ্যমে সুসমাচারের প্রতি সাড়া দিয়েছিল।—পড়ুন, ১ থিষলনীকীয় ১:৮, ৯; ২:১৩.

যিহোবা সেইসমস্ত ব্যক্তিদেরকে তাঁর পরিবারে আমন্ত্রণ জানান, যারা মিথ্যা ধর্ম ত্যাগ করে আসে। আপনি যদি যিহোবার উষ্ণ আমন্ত্রণ গ্রহণ করেন, তাহলে আপনি তাঁর সঙ্গে বন্ধুত্ব, যিহোবাকে উপাসনা করে এমন ব্যক্তিদের নিয়ে গঠিত এক নতুন ও প্রেমময় পরিবার এবং অনন্তজীবন লাভ করতে পারবেন।—পড়ুন, মার্ক ১০:২৯, ৩০; ২ করিন্থীয় ৬:১৭, ১৮.

৪. কীভাবে ঈশ্বর প্রতিটা স্থানে আনন্দ নিয়ে আসবেন?

মিথ্যা ধর্মের ওপর আসন্ন বিচার হল একটা সুসমাচার। এটা পৃথিবীব্যাপী নিপীড়ন থেকে স্বস্তি নিয়ে আসবে। আর কখনো মিথ্যা ধর্ম মানবজাতিকে ভ্রান্ত করতে কিংবা বিভক্ত করতে পারবে না। জীবিত সকলে একমাত্র সত্য ঈশ্বরের উপাসনায় একতাবদ্ধ হবে।—পড়ুন, প্রকাশিত বাক্য ১৮:২০, ২১; ২১:৩, ৪.

আরও তথ্যের জন্য বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১৫ ও ১৬ অধ্যায় দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার