গান ৩৭
শাস্ত্রলিপি—ঈশ্বরের অনুপ্রাণিত
১. ঈ-শ-বা-ক্য দেয় আ-লো,
পথ দে-খায় আঁ-ধা-রে-ও।
হই য-দি এই বা-ক্যের বা-ধ্য;
কর-বেই স্বা-ধীন বা-ক্যের স-ত্য।
২. অ-নু-প্রা-ণি-ত বা-ক্য,
শে-খায় কী ক-রা যো-গ্য।
এই জী-বন কর-তে তাই শো-ধন,
শাস্-ত্র মো-দের দেয় তাঁর শা-সন।
৩. এই শাস্-ত্র যে দেয় মো-দের,
প-রি-চয় ঈ-শ-প্রে-মের।
কর-ব লাভ জী-বন ও প্র-জ্ঞা,
যাঃ-য়ের বা-ক্য পড়-লে স-দা।
(আরও দেখুন, গীত. ১১৯:১০৫; হিতো. ৪:১৩.)